Coronavirus: ফুসকুড়ি কিংবা পায়ের আঙুলের লালচে ভাব হতে পারে করোনার লক্ষণ, জেনে নিন ত্বকে কী পরিবর্তন দেখা দেয়

Published : Jan 13, 2022, 11:53 AM ISTUpdated : Jan 13, 2022, 11:58 AM IST
Coronavirus: ফুসকুড়ি কিংবা পায়ের আঙুলের লালচে ভাব হতে পারে করোনার লক্ষণ, জেনে নিন ত্বকে কী পরিবর্তন দেখা দেয়

সংক্ষিপ্ত

ঋতুপরিবর্তনের জন্য জ্বর, সর্দি, কাশিতে ভুগছেন অনেকেই। এদিকে করোনার উপসর্গ এই জ্বর। জ্বর হলেই আপনি করোনা আক্রান্ত এমন নয়। কোন জ্বর করোনার আর কোনটা ঋতুপরিবর্তনের জ্বর (Fever), তা বোঝা বেশ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সময় আপনি করোনা (Corona) আক্রান্ত কি না তা বুঝতে ত্বকের পরিবর্তন দেখুন। 

প্রতি মুহূর্তে বাড়ছে করোনার (Corona) সংক্রমণ। মঙ্গলবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে রাজ্যে একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা ২২ হাজার ১৫৫ জন। পরিসংখ্যান বলছে, শেষ ১১ দিনের মধ্যে প্রায় ১৮ হাজারের দৈনিক সংক্রমণ ঘটেছে। এই মরশুমে (Season) ঋতুপরিবর্তনের জন্য জ্বর, সর্দি, কাশিতে ভুগছেন অনেকেই। এদিকে করোনার উপসর্গ এই জ্বর। জ্বর হলেই আপনি করোনা আক্রান্ত এমন নয়। সেই ধারণা বসে অনেকেই জ্বরের ওষুধ খেয়ে সুস্থ হওয়ার চেষ্টা চালাচ্ছেন। কোন জ্বর করোনার আর কোনটা ঋতুপরিবর্তনের জ্বর (Fever), তা বোঝা বেশ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সময় আপনি করোনা (Corona) আক্রান্ত কি না তা বুঝতে ত্বকের পরিবর্তন দেখুন। কয়টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার শরীরে বাসা বেঁধেছে করোনার মতো ভাইরাস।  

করোনার সংক্রমণ কমাতে শুরু হয়ে গিয়েছে লকডাউন (Lockdown)। বিধি নিষেধ জারি হয়েছে অধিকাংশ ক্ষেত্রে। বহু জায়গা নির্দিষ্ট করা হয়েছে কনটেনমেন্ট জোন হিসেবে। এতেও যে করোনার প্রকোপ কমেছে তা নয়। এখন প্রয়োজন সঠিক সময় রোগ চিহ্নিত করা। পিঠে ও গায়ে যদি লাল লাল Rash দেখেন তা হলে সতর্ক হন। জানা গিয়েছে, করোনা বা ওমিক্রন ভাইরাস শরীরে বাসা বাঁধলে দেখা দেয় এমন লক্ষণ।  
 
সঠিক সময় করোনা ধরা পড়লে তা দ্রুত প্রতিরোধ করা সম্ভব। এই রোগের প্রকোপ থেকে বাঁচতে প্রয়োজন সঠিক ওষুধ ও খাওয়াদাওয়া। এখন প্রশ্ন হল জানবেন কী করে আপনি করোনা আক্রান্ত কি না। শরীরে ফোলা ভাব মোটেও স্বাভাবিক বিষয় নয়। জ্বর, সর্দি, কাশিতে ভোগার পর যদি শরীরে ফোলা ভাব দেখেন তাহলে ডাক্তারি পরামর্শ নিন।  

ঘাড়ের পিছনে ফুসকুড়ি, পায়ের আঙুলে ফুসকুড়ি হতে পারে করোনা আক্রান্ত রোগীদের। দেখা গিয়েছে, এই ভাইরাস শরীরে বাসা বাঁধলে এমন ফুসকুড়ি হয়। সেক্ষেত্রে ফেলে না রেখে করোনা পরীক্ষা করান। শরীরে করোনা ভাইরাস বাসা বেঁধেছে কি না তা নির্ধারণ যে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে তা হল আরটি-পিসিআর(RTPCR)। লালা সংগ্রহ করে এই পরীক্ষা করা হয়।

আরও পড়ুন: COVID Losses Ability: সংক্রমিত করা শক্তি ৯০ শতাংশ হারিয়েছে করোনাভাইরাস, প্রথম ৫ মিনিট ক্ষতিকারক

আরও পড়ুন: মানসিক অস্থিরতা কিংবা মৃত্যু ভয়ের মতো সমস্যা উপেক্ষা করবেন না, প্যানিক ডিসঅর্ডারে ভুগতে পারেন আপনি

পায়ের আঙুল লালচে হয়ে যাওয়াও করোনার (Corona) লক্ষণ। যদি আঙুলে হালকা লালচে ভাব দেখেন, তাহলে ডাক্তারি পরামর্শ নিন। শহরের বিভিন্ন প্রান্তে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে আটিপিসিআর পরীক্ষা করা হয়। আজকাল বাড়িতেও করোনা টেস্ট করা যাচ্ছে। প্রয়োজনে নিজেও এই টেস্ট করে নিতে পারেন। 
 

PREV
click me!

Recommended Stories

Nipah Virus: নিপায় বাঁচতে যা করণীয়, যা করবেন না, কতটা দায়ি খেজুরের রস, বাদুড়?
রাজ্যে নিপা ভাইরাসের সংক্রমণ বাড়ছে! কী করে সতর্ক থাকবেন জানুন বিস্তারিত