অকালে বুড়িয়ে যাচ্ছেন, ঘুম কম হচ্ছে না তো?

গবেষকদের মতে, ঘুম খারাপ হলে মানুষের নানান সমস্যা হয়। এমনই একটি সমস্যা হল নিজেকে বয়স্ক মনে হওয়া। তাই ঘুমের সমস্যাগুলির চিকিৎসা করলে বা তা নিয়ে সতর্ক থাকলে বার্ধক্যজনিত সমস্যাগুলিকে এড়িয়ে যাওয়া যায়।

সকাল ঘুম থেকে উঠে এক মুহূর্ত শান্তি নেই। শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি। তাড়াহুড়ো করে সংসার সামলে অফিসে বের হওয়া। তারপর সারাদিন কাজের চাপ। সারাদিন খাটনির পর বাড়ি ফেরা। ফিরে সব সামলে ঘুমাতে ঘুমাতে বেজে যায় রাত ২টো। প্রতিদিন রাতে ৫ থেকে ৬ ঘণ্টার বেশি ঘুম হয় না। এসবের মাঝে বাড়তি পাওনা বলতে মানসিক চাপ। অফিসে কাজের চাপ, সংসারে অশান্তি, ফ্ল্যাটের ইএমআই, বাচ্চার পড়াশোনা- সব নিয়ে নানা রকম মানসিক চাপ চলতে থাকে। আর এত কিছুর মধ্যে আবার শরীরে একের পর এক বেড়েই চলেছে রোগ। তার উপর ঘুম থেকে উঠে নিজেকে একেবারে বয়স্ক বলে মনে হচ্ছে। গবেষকরা মনে করছেন এমনটা মনে হওয়া খুবই স্বাভাবিক বিষয়।

গবেষকদের মতে, ঘুম খারাপ হলে মানুষের নানান সমস্যা হয়। এমনই একটি সমস্যা হল নিজেকে বয়স্ক মনে হওয়া। তাই ঘুমের সমস্যাগুলির চিকিৎসা করলে বা তা নিয়ে সতর্ক থাকলে বার্ধক্যজনিত সমস্যাগুলিকে এড়িয়ে যাওয়া যায়।

Latest Videos

আরও পড়ুন: Health Tips: ক্রমে বাড়ছে কার্ডিওভাসকুলার রোগ, জেনে নিন কী কারণে আক্রান্ত হচ্ছে এই রোগে

মোট ৪ হাজার ৪৮২ জন ব্যক্তির উপর একটি গবেষণা চালানো হয়েছিল। গবেষকদের পক্ষ থেকে বলা হয়, গবেষণায় অংশগ্রহণকারীদের নানান প্রশ্নপত্র দেওয়া হয়। তাঁদের জিজ্ঞেস করা হয়- স্মৃতিশক্তি, স্বাধীনতা, অনুপ্রেরণা এবং কার্যকলাপের নেতিবাচক পরিবর্তন সম্পর্কেও। সেই উত্তরপত্র দেখে গবেষকদের মতে, যাঁরা ঘুমকে সবচেয়ে খারাপ নম্বর দিয়েছেন তাঁরাই সবথেকে বেশি বয়স্কবোধ করেন। তাই শরীর ঠিক রাখার জন্য ঘুম খুবই জরুরি। 

আরও পড়ুন- সপ্তাহে মাত্র এক দিন ব্যবহার করুন এই প্যাক, বলিরেখা থেকে মুক্তি পাবেন

ভালো ঘুমের জন্য কী করবেন?

আরও পড়ুন- 'আমার মৃতদেহ তোমার বিয়ের উপহার', ঘরের দেওয়ালে ভালোবাসার কথা লিখে লাইভে আত্মহত্যা তরুণের

Share this article
click me!

Latest Videos

বাংলা জুড়ে কী আবার লকডাউন হবে? HMPV নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee
মমতার খিল্লি উড়ালেন শুভেন্দু | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #funny | #bjp
Suvendu Adhikari Live: নন্দীগ্রাম থেকে মমতার বিরুদ্ধে হুঙ্কার শুভেন্দুর, দেখুন সরাসরি
BSF আসতেই লেজ গুটিয়ে পালাল বাংলাদেশের BGB | Malda | #shorts | #bsf | #border | #banglanews
রাজপুরে বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, খবর পেয়ে ছুটে এলেন বৈজ্ঞানিকরা | Viral News