দীর্ঘক্ষণ রাস্তায় কাজ, রাস্তার শৌচালয় বা বাথরুম ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, জেনে রাখুন কয়েকটি নিয়ম

শহরের রাস্তার শৌচালয়ের যা পরিস্থিতি তা থেকে শরীরে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। সংক্রমক রোগ থেকে শুরু করে ইনফেকশন। প্রভৃতি সমস্যাই দেখা দিতে পারে।

রাস্তার ঘুরে কাজ করে থাকেন অনেকেই। তাদের ক্ষেত্রে সারাদিন টয়লেন চেপে রাখা কখনই উচিত নয়। কিন্তু শহরের রাস্তার শৌচালয়ের যা পরিস্থিতি তা থেকে শরীরে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। সংক্রমক রোগ থেকে শুরু করে ইনফেকশন। প্রভৃতি সমস্যাই দেখা দিতে পারে। কিন্তু তা বলে টয়লেট যাওয়া বন্ধ করা যাবে না। তা থেকেও শরীরে রোগ বাসা বাঁধে। তাই এই টয়লেট ব্যবহার করার আগে মেনে চলুন কয়েকটি নিয়ম।

আরও পড়ুন- আম খাওয়ার পরই কি এই খাবারগুলি খাচ্ছেন, শ্বাসকষ্টের সমস্যা থেকে হতে পারে বড় বিপদ 

Latest Videos

আরও পড়ুন- ঠান্ডা না গরম দুধ, গ্যাস্ট্রিকের সমস্যায় কোনটা উপকারি, কাজে লাগান ঘরোয়া টোটকা

জানুন কোন কোন উপায় আপনি নিরাপদে থাকতে পারবেনঃ
১) কখনই টয়লেটের মেঝেতে কিছু রাখবেন না। উচু কোনও অংশে ব্যাগ বা সঙ্গে থাকা জিনিস রাখুন। টয়লেটের মেঝেতে জিবানুর পরিমাণ বেশি থাকে।
২) টয়লেট গিয়ে সিট স্যানিচাইজার ব্যাবহার করা উচিত। না হলে জীবাণু দ্বারা সংক্রমিত রোগ হতে পারে। ইউরিন ইনফেকশনও হয়ে থাকে।
৩) হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার করুন। টয়লেট ফ্লাশ ব্যবহার করার পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিন। নইলে তা থেকে শরীরের সমস্যা দেখা দেবে। 
৪) ফ্লাশ ব্যবহার করুন টয়লেট ব্যবহার করার আগে। পরেও ফ্লাশ করে দিন। অন্য কেউ ফ্লাশ নাও করে থাকতে পারে। তাই করে নেওয়াই ভালো।
৫) টয়লেটে কিছু ধরার জন্য ব্যবহার করুন টিস্যু পেপার। এতে হাতে জীবাণু লাগার সম্ভাবনা কম থাকবে।
৬) লিকুইড সোপ থাকলে তা ব্যবহার করুন। সাবান না ব্যবহার করাই উচিত। রাস্তার টয়লেটে গিয়ে সাবান ব্যবহার না করাই ভালো। সঙ্গে পেপার সোপ রাখতে পারেন। 

    

Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
তার ছুঁতেই ঘটলো বিপত্তি! আতঙ্কে কাঁপছে Bangaon-র বাসিন্দারা! দেখুন | North 24 Parganas News Today
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর