CDS Bipin Rawat: গঙ্গায় অস্থি বিসর্জন, বাবা-মাকে শেষ বিদায় রাওয়াত কন্যাদের

মেয়ে কৃতিকা ও তরনী বাবা ও মায়ের শেষকৃত্যু সম্পন্ন করেছিলেন। পরিবারের সূত্রে আগেই জানান হয়েছিল রাওয়াত দম্পতি চিতাভষ্ম হরিদ্বাতে নিয়ে গিয়ে প্রথা মেনে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হবে। 

হিন্দু প্রথা মেনেই বাবা ও মায়ে চিতাভষ্ম হরিদ্বারের গঙ্গায় বিসর্জন দিলেন তামিলনাড়ু চপার দুর্ঘটনায় (Tamil Nadu Chopper Crash) নিহত বিপিন রাওয়াত (CDS Bipin Rawat) ও তাঁর স্ত্রী মধুলিকার দুই কন্যা। শুক্রবার দিল্লির ব্রার স্কোয়ার শ্মশানে রাওয়াত দম্পতির দুই মেয়ে কৃতিকা ও তরনী বাবা ও মায়ের শেষকৃত্যু সম্পন্ন করেছিলেন। পরিবারের সূত্রে আগেই জানান হয়েছিল রাওয়াত দম্পতি চিতাভষ্ম হরিদ্বাতে নিয়ে গিয়ে প্রথা মেনে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হবে। 

আগেই চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকার চিতা ভষ্ম ও অস্থি ব্রার স্কোয়ার শ্মশান থেকে সংগ্রহ করেছিলেন। তারপরই রাওয়াত পরিবার হরিদ্বারের উদ্দেশ্য যাত্রা শুরু করে। সেখানেই প্রথা মেনে পুজোর আয়োজন করা হয়েছিল। তারপরই রাওয়াত দম্পতির দুই কন্যা তাদের বাবা ও মায়ের অস্থি গঙ্গায় ভাসিয়ে দেন। বাবা ও  মায়ে শেষ বিদায় জানালেন তাঁরা। 

Latest Videos

শুক্রবার রাতে পূর্ণ সামরিক মর্যাদায় চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত (CDS Bipin Rawat) ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হল দিল্লির ব্রার স্কোয়ার শ্মশানে। হিন্দু প্রথা মেনে রাওয়াত দম্পতির দুই মেয়ে কৃত্তিকা ও তারিনী তাঁদের দেহ দাহ করেন। একই শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়ে চপার দুর্ঘটনায় নিহত সেনা কর্তা ও বিপিন রওয়াতের দীর্ঘ দিনের সঙ্গে ব্রিগেডিয়ার লাখিন্দর সিং লিডারের (LS Lidder)। 

দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকাকে একই চিতায় পাশাপাশি রাখা হয়েছিল। প্রোটোকল অনুসারে জেনারেল বিপিন রাওয়াতকে ১৭টি বন্দুকের স্যালুট দেওয়া হয়। শ্মশানে জেনারেল রাওয়াতের  শেষকৃত্য যখন সম্পন্ন হয় তখন সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনা বাহিনীর ৮০০ জন কর্মী। শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে শ্মশানেই  রাওয়াত দম্পতিকে শেষ শ্রদ্ধা জানা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একটি হার্স ভ্যানে প্রয়াত  বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীর দেহ বাসভবন থেকে ব্রার শ্মশানে নিয়ে আসা হয়। শেষযাত্রায় সেনা বাহিনীর সদস্যদের সঙ্গে ছিল সাধারণ মানুষও। ভারত মাতার জয় ও দেশের মহান সন্তান বিপিন রাওয়াত- এই স্লোগান  দেন স্থানীয় বাসিন্দারা। 

দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকাকে একই চিতায় পাশাপাশি রাখা হয়েছিল। প্রোটোকল অনুসারে জেনারেল বিপিন রাওয়াতকে ১৭টি বন্দুকের স্যালুট দেওয়া হয়। শ্মশানে জেনারেল রাওয়াতের  শেষকৃত্য যখন সম্পন্ন হয় তখন সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনা বাহিনীর ৮০০ জন কর্মী। শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে শ্মশানেই  রাওয়াত দম্পতিকে শেষ শ্রদ্ধা জানা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একটি হার্স ভ্যানে প্রয়াত  বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীর দেহ বাসভবন থেকে ব্রার শ্মশানে নিয়ে আসা হয়। শেষযাত্রায় সেনা বাহিনীর সদস্যদের সঙ্গে ছিল সাধারণ মানুষও। ভারত মাতার জয় ও দেশের মহান সন্তান বিপিন রাওয়াত- এই স্লোগান  দেন স্থানীয় বাসিন্দারা। 

Chopper Crash: ৬ সেনা কর্মীর কফিনবন্দি দেহ পৌঁছে যাবে বাড়িতে, চপার দুর্ঘটনায় আহত ক্যাপ্টেনের লড়াই জারি

Farmer Protest End: স্থানীয়দের কৃতজ্ঞতা জানিয়ে ঘরের পথে কৃষকরা, শনিবারই শেষ ১৫ মাসের আন্দোলন
Omicron Threat: দিল্লিতে ওমিক্রন আক্রান্ত আরও ১, তবে করোনার তথ্য পরিসংখ্যানে স্বস্তি

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী