রাহুল-মমতা নয়, দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার ক্ষেত্রে উপযুক্ত মোদী, বলছে সমীক্ষা

এই সমীক্ষায় মোদীর পাশাপাশি দেশের প্রথম সারির একাধিক নেতার নাম তুলে ধরা হয়েছিল। সেই তালিকায় ছিলেন রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, যোগী আদিত্যনাথ, মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনাথ সিং, অমিত শাহ, মনমোহন সিং ও পি চিদাম্বরম।

দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা (India’s Internal and External Security) পরিচালনার জন্য অন্য কাউকে নয়, ৪২ শতাংশ মানুষ মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই (Narendra Modi) সবথেকে বেশি উপযুক্ত। সম্প্রতি একটি সমীক্ষা করেছিল অ্যাক্সিস মাই ইন্ডিয়া (Axis My India) সিএসআই (CSI Survey)। সেই সমীক্ষাতেই উঠে এসেছে এই বিষয়টি। এই সমীক্ষায় মোদীর পাশাপাশি দেশের প্রথম সারির একাধিক নেতার নাম তুলে ধরা হয়েছিল। সেই তালিকায় ছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi), অরবিন্দ কেজরিওয়াল, যোগী আদিত্যনাথ, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), রাজনাথ সিং, অমিত শাহ (Amit Shah), মনমোহন সিং ও পি চিদাম্বরম। যদিও এই সব নেতা-নেত্রীর মধ্যে মোদীকেই নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একমাত্র উপযুক্ত বলে মনে করেন বহু মানুষ। পরিসংখ্যান বলছে, মোদীকে সেরা বলে মনে করেন ৪২ শতাংশ মানুষ। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, পঞ্জাব এবং মণিপুরে বিধানসভা নির্বাচন চলছে। আর তার মধ্যেই এই সমীক্ষা করেছিল অ্যাক্সিস মাই ইন্ডিয়া সিএসআই।

ইন্ডিয়া কনজিউমার সেন্টিমেন্ট ইনডেক্স (CSI) অনুসারে, ৫০ শতাংশ মানুষ মনে করেন ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রভাব পড়বে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের উপর। যাঁদের উপর এই সমীক্ষা চালানো হয়েছিল, তাঁদের মধ্যে বেশিরভাগের মতে, আগামী ১০ বছরে নতুন ভারতের মেরুদণ্ড শক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্টার্টআপগুলি। নতুন ভারতকে এক নতুন দিশা দেখাবে। এছাড়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিজিকাল মুদ্রার প্রতিও সাধারণ মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকবে বলে সমীক্ষায় উঠে এসেছে। 

Latest Videos

আরও পড়ুন- যেভাবেই হোক খারকিভ ত্যাগ করুন-রুশ হামলা থেকে ভারতীয়দের বাঁচাতে নির্দেশ দূতাবাসের

এই সমীক্ষা চালানো হয়েছিল ফোনে ইন্টারভিউয়ের মাধ্যমে। ১০ হাজার ১৫১ জন এই সমীক্ষায় যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে ৭০ শতাংশ মানুষ গ্রামের আর ৩০ শতাংশ শহুরে এলাকার বাসিন্দা। আর উত্তরদাতাদের মধ্যে আবার ৬৩ শতাংশ পুরুষ ও ৩৭ শতাংশ মহিলা ছিলেন। 

অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সিএমডি প্রদীপ গুপ্তা বলেন, "রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Ukraine-Russia Conflict) পরিস্থিতির মধ্যে দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত নেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া বিস্ময়কর নয়। দেশের অর্থনীতির উপর প্রভাব ফেলবে পাঁচ রাজ্যের নির্বাচন (Assembly Election)।"

আরও পড়ুন- যোগী রাজ্যে পা দিতেই বাড়ল উত্তেজনা, 'জয় শ্রীরাম' স্লোগানে 'স্বাগত' মমতাকে

ধারাবাহিক বাজেট ঘোষণার বিষয়ে গ্রাহকদের মতামত নিয়ে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার পর্যবেক্ষণ, ৬৮ শতাংশ বিশ্বাস করেন যে আরবিআই-এর প্রস্তাবিত ডিজিটাল মুদ্রা অনলাইন লেনদেনের ক্ষেত্রে নিরাপদ হবে। আর এই পদ্ধতি অবলম্বনের জন্য অনেকেই উৎসাহী হবেন। ইতিমধ্যেই ১৩ শতাংশ মানুষ বিশ্বাস করেন ডিজিটাল মুদ্রার ফলে নগদ টাকার উপর মানুষের নির্ভরতা কমবে। আর এই পদ্ধতি অবলম্বন করে গ্রামগুলিতেও লেনদেনের পরিমাণ বাড়বে।

আরও পড়ুন- গান্ধিজি-কে ডাকতেন 'মিকি-মাউস' বলে, মাত্র ১২ বছর বয়সেই জনপ্রিয়তা পান প্রথম মহিলা গভর্নর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia