পথ দুর্ঘটনায় নিহত দীপ সিধু, লালকেল্লায় হিংসার ঘটনায় অভিযুক্ত তিনি

গত বছর দিল্লির সীমান্ত এলাকা উত্তাল হয়েছিল কৃষকদের আন্দোলনে। ২৬ জানুয়ারি কৃষকরা ট্র্যাক্টর ব়্যালির আয়োজন করেছিল। সেই মিছিলে সামিল হয়েছিলেন দীপ সিধুও। কিন্তু তিনি নির্ধারিত পথ পরিবর্তন করে মিছিল নিয়ে চলে যান লালকেল্লায়।

একটি পথ দুর্ঘটনায় (Road Acciden)  মৃত্যু হল বিখ্যাত পঞ্জাবি অভিনেতা দীপ সিধুর (Deep Sidhu)। দিল্লিতে আন্দোলনকারী কৃষকদের পাশে থেকে তিনটি কৃষি আইন (Farm Law) বাতিলের দাবিতে সরব হয়েছিলেন তিনি।  অন্যদিকে তাঁর নাম জড়িয়ে গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের (Republic Day) দিনে লালকেল্লায় (Red Fort) হওয়া হামলার সঙ্গেও। এই দিন দিল্লির কুন্জলি-মানেসার হাইওয়ে একটি পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। 

গত বছর দিল্লির সীমান্ত এলাকা উত্তাল হয়েছিল কৃষকদের আন্দোলনে। ২৬ জানুয়ারি কৃষকরা ট্র্যাক্টর ব়্যালির আয়োজন করেছিল। সেই মিছিলে সামিল হয়েছিলেন দীপ সিধুও। কিন্তু তিনি নির্ধারিত পথ পরিবর্তন করে মিছিল নিয়ে চলে যান লালকেল্লায়। সেখানে তৈরি  হয় বিশৃঙ্খলা। তারপর অবশ্য তাঁকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু ততক্ষণে আন্দোলনকারী কৃষকরাও মুখ ফিরিয়ে নিয়েছিল তার দিক থেকে। আন্দোলনকারী কৃষকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল দীপ সিধুর সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।

Latest Videos

দীপ সিধু কুন্ডলি হাইওয়েতে তার স্করপিও জিপে ভ্রমণ করছিলেন। সেই সময়ই তাঁর গাড়়িটি রাস্তার পাসে দাঁড়়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে। দীপ সিধুর সঙ্গে ছিলেন তাঁর আমেরিকান বান্ধবী। দুজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। সেখানেই দীপ সিধুকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে তাঁর বান্ধবীর চিকিৎসা চলছে। 

লালকেল্লায় হিংসার ঘটনায় অভিযুক্ত দীপ সিধুর বিচার চলছিল। সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। দীপ সিধুর বাড়ি পঞ্জাবের মুক্তরাস জেলার উদাইকারম গ্রামে। সানি দেওয়াল যখন গুরুদাসপুরের থেকে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন সেই সময় খবরের শিরোনামে এসেছিলেন দীপ সিধু। কারণ তিনি ছিলেন বিজেপির টিকিকে জয়ী হয়েছিলেন দীপ। সেই সূত্র ধরে আন্দোলনকারী কৃষকদের দাবি ছিল দীপ সিধু বিজেপির সদস্য। আন্দোলনে অশান্তি ছড়ানোর জন্যই তিনি আন্দোলনে উপস্থিত হয়েছিলেন। অন্য দিকে বিজেপিও তার সঙ্গে সমস্ত সম্পর্কের কথা অস্বীকার করেছে। গেরুয়া শিবিরের দাবি ছিল দীপ সিধু আন্দোলনকারী কৃষকদের সঙ্গেই ছিলেন। 

ডাক্তার সেজে ১৪ মহিলাকে বিয়ে, ওড়িশার প্রতারক ৭ রাজ্যে বানিয়েছিল শ্বশুরবাড়ি

প্রেমে প্রত্যাখান, পরিবারের সকলের সামনে তরুণীর গলায় ব্লেড চালিয়ে দিল প্রেমিক

সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে উত্তরবঙ্গ সফরে কাঁচি, বুধবার কলকাতা ফিরছেন মমতা

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury