সেনার দুর্ধর্ষ অভিযান, অবশেষে উদ্ধার পাহাড়ের খাঁজে আটকে পড়া কেরলের যুবক


কেরলের (Kerala) পালাক্কাড়ের (Palakkad) পাহাড়ের খাঁজে আটকে দুদিন কেটেছে খাবার ও জল ছাড়াই। অবশেষে সেই যুবককে উদ্ধার করল ভারতীয় সেনাবাহিনী (Indian Army)।

দুই দিন ধরে তিনি কোনও খাবার কিংবা জল পাননি। অবশেষে দুদিন পর, বুধবার সকালে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) জওয়ানরা উদ্ধার করলেন ছাড়াই, কেরালার পালাক্কাড় (Palakkad, Kerala) জেলায় পাহাড়ের ফাটলে আটকে পড়া ২৩ বছর বয়সী আর বাবু-কে। ট্রেকিং করতে গিয়ে, গত সোমবার বিকালে পালাক্কাড় জেলার মালাম্পুজা গ্রামের এক পাহাড়ের ফাটলে বেকায়দায় আটকে পড়েছিলেন তিনি। এদিন ভোরে ৪ ঘন্টা ধরে পাহাড় বেয়ে উঠে ওই যুবককে উদ্ধার করে সেনাবাহিনীর দুটি দল। প্রথমেই তাঁকে খাদ্য ও জল দেওয়া হয়। তারপর সেনাবাহিনীর দলটি তাঁকে নিয়ে প্রথমে পাহাড়টির উপরে ওঠে, তারপর তাঁকে নিচে নামিয়ে আনা হয়। 

এই উদ্ধার অভিযান, সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় উদ্ধার অভিযান। সোমবার রাত থেকেই আর বাবুকে উদ্ধার করার চেষ্টায় লেগেছিল পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার হেলিকপ্টার করেও তাঁকে উদ্ধার করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু, তা পারা যায়নি। এমনকী তাঁর কাছে কোনও খাদ্য বা পানীয় জল-ও পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। উপকূল রক্ষা বাহিনীদের প্রচেষ্টাও ব্যর্থ হয়। সারাদিনের চেষ্টায় কোনও কাজ না হওয়ায় পালাক্কাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী ও নৌবাহিনীকে খবর দেওয়া হয়েছিল। 

Latest Videos

আরও পড়ুন - খাবার-জলও পৌঁছনো যাচ্ছে না, পাহাড়ের খাঁজে আটকে যুবক - ডাকা হল নৌবাহিনী

আরও পড়ুন - প্রেমিকের জন্য ১১ বছর লোকচক্ষুর অন্তরালে প্রেমিকা, লকডাউনে সামনে এক অন্য প্রেম কাহিনি

আরও পড়ুন - আশঙ্কাই হল সত্যি, দুদিন পর তুষারের তলা থেকে উদ্ধার ভারতীয় সেনার ৭ জওয়ানের দেহ

বুধবার ভোরেই ওয়েলিংটনের মাদ্রাজ রেজিমেন্ট সেন্টার থেকে ভারতীয় সেনাবাহিনীর বারো সদস্যের একটি দল পালাক্কাড় জেলায় পৌঁছেছিল। এই দলে ছিলেন পর্বত আরোহন বিশেষজ্ঞরা, সঙ্গে ছিল পর্বতারোহনের প্রয়োজনীয় সরঞ্জামাদিও। বেঙ্গালুরুর প্যারাসুট রেজিমেন্ট কেন্দ্র থেকে আসে ২২ জন কর্মীর আরেকটি দলটিকে প্রথমে বিমানে করে সুলুরে নিয়ে যাওয়া হয়। ভোর ৪টের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দলদুটি। ভোর ৫টা ৪৫ মিনিটে শুরু হয় উদ্ধার অভিযান। অবস্থানের নজরদারির জন্য ব্যবহার করা হয় ড্রোন। এই বিষয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বুধবার সকালেই টুইট করেছিলেন।

ঘটনার সূত্রপাত হয়েছিল সোমবার বিকেলে। আটকে পড়া যুবকের নাম বাবু। সোমবার বিকেলে তিনি ও তাঁর দুই বন্ধু চেরাদ পাহাড়ের (Cherad Hill) অন্যতম খাড়া অংশ কুরুম্বাচি পাহাড়ে (Kurumbachi Hill) ওঠার চেষ্টা করেন। অপর দুই বন্ধু অর্ধেক পথ উঠে আর উঠতে পারেনননি। তাঁরা সেখান থেকেই ফিরে এসেছিলেন। তবে, বাবু পাহাড়ের চূড়ায় পৌঁছতে সক্ষম হয়েছিলেন। তবে, সেই সাফল্য তিনি বেশিক্ষণ উপভোগ করতে পারেননি। দুর্ভাগ্যবশত, তিনি চূড়ায় থাকাকালীন তাঁর পা পিছলে যায়। তিনি অনেকটা নিচে এক দুর্গম অংশে পাথরের খাঁজে পড়ে সেখানে আটকে যান। পড়ে গিয়ে বাবু পায়ে তীব্র আঘাত পেয়েছেন। পেশীতে তীব্র ব্যথা রয়েছে তাঁর। বাবু তাঁর আহত পায়ের ছবিও পাঠান। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
Daily Horoscope: ২৮ ডিসেম্বর শনিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার