প্রশিক্ষক বিমান থেকে 'ভগবান হনুমান'-এর ছবি উধাও হওয়া ঘিরে বিতর্ক, পদক্ষেপের কারণ প্রসঙ্গে কী জানাচ্ছে সংস্থা?

Published : Feb 14, 2023, 08:44 PM IST
HLFT 42 Hanuman ji

সংক্ষিপ্ত

সোমবারই বেঙ্গালুরুতে প্রকাশ্যে এসেছিল হিন্দুস্তান লিড ইন ফাইটার প্রশিক্ষক (HLFT-42) বিমান। নীল রং-এর বিমানের ল্যাজের অংশে ছিল হনুমানের ছবি।

উদ্বোধনের একদিনের মাথায়ই প্রশিক্ষক বিমান থেকে উধাও হল 'ভগবান হনুমান'-এর ছবি। ঘটনা ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। সোমবারই বেঙ্গালুরুতে প্রকাশ্যে এসেছিল হিন্দুস্তান লিড ইন ফাইটার প্রশিক্ষক (HLFT-42) বিমান। নীল রং-এর বিমানের ল্যাজের অংশে ছিল হনুমানের ছবি। কিন্তু পরের দিন মঙ্গলবারই বিমানের থেকে সেই ছবি সরিয়ে দেয় হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। কিন্তু কেন এমন ঘটনা সেবিষয় স্পষ্ট করে কিছু জানা যায়নি। এই প্রসঙ্গে বেঙ্গালুরু-ভিত্তিক এইচএএল-এর আধিকারিকদের প্রশ্ন করা হলে ব্যপারটি লঘু করার চেষ্টা করেন তাঁরা। একরকম মজার ছলেই তাঁরা বলেন, ভগবান হনুমানের মূর্তি বিমান পরিচালনার জন্য কোনও বিশেষ ভূমিকা পালন করবে না।

HLFT-42 মডেলটি এইচএএল মারুতের উত্তরসূরী, যার অর্থ হিন্দিতে 'বাতাস' বা 'পবন'। মারুত ছিল প্রথম প্রশিক্ষক বিমান। সেই বিমানে ভগবান রামের ছবি চিত্রিত করা হয়েছিল। যেহেতু এটি মারুতের উত্তরসূরি, এবং হনুমান পবনের পুত্র। বেঙ্গালুরু-ভিত্তিক এইচএএল-এর আধিকারিকরাও এই প্রসঙ্গে জানিয়েছিলেন, এই ছবির উদ্দেশ্য ছিল বিমানের 'শক্তি'-এর প্রতিক। উল্লেখ্য, HAL HLFT-42 কে 'নেক্সট জেনারেল সুপারসনিক ট্রেইনার'। যার লক্ষ্য ভারতে উন্নয়নাধীন পঞ্চম-প্রজন্মের বিমানে ফাইটার পাইলটদের যুদ্ধ দক্ষতায় প্রশিক্ষণ দেওয়া। এয়ারক্রাফ্ট প্রশিক্ষক অত্যাধুনিক এভিওনিক্স একটি ইনফ্রারেড সার্চ এবং ফ্লাই বাই ওয়্যার কন্ট্রোল সিস্টেমের সঙ্গে ট্র্যাক, সক্রিয় বৈদ্যুতিনভাবে স্ক্যান করা অ্যারে এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট দিয়ে সজ্জিত থাকবে।

এটি একটি অতি-আধুনিক প্রশিক্ষণ স্যুটের অন্তর্ভুক্ত। যা হাইপার-রিয়েল কম্ব্যাট পরিস্থিতিতে পাইলটদেরকে পুরোপুরি নিরাপদ, মানসম্মত এবং দক্ষ পরিবেশে প্রশিক্ষণ দিতে সক্ষম। HLFT-42 এর প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে টুইন-ইঞ্জিন। যোদ্ধাদের প্রশিক্ষণের জন্য উপযুক্ত উচ্চতর গতিশীল কর্মক্ষমতা প্রদান করার ক্ষমতা। এটি একাধিক যুদ্ধ পরিস্থিতি এবং অনুশীলনের জন্য উপযুক্ত বিমান। হিন্দুস্তান লিড ইন ফাইটার ট্রেনার হাক-১৩২ সাবসনিক ট্রেনার এবং মিগ-২১-এর মতো বিদ্যমান প্রশিক্ষক বিমানের মধ্যে ব্যবধান পূরণ করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন - 

বিবিসি আদতে 'ভ্রষ্ট বকওয়াস কর্পোরেশন', বিরোধীদের কটাক্ষকে তোয়াক্কা না করে পাল্টা দাবি বিজেপির

BBCর মতই কী Mr.A-র বিরুদ্ধে ব্যবস্থা নেবে আয়কর দফতর? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন মহুয়ার

'কেন্দ্রের নজর দেখছি শুধু বিবিসির দিকে', বিবিসির অফিসে আয়কর হানার ঘটনায় মোদী সরকারকে কটাক্ষ কংগ্রেসের

PREV
click me!

Recommended Stories

নৈশক্লাবের মালিক দুই ভাইয়ের বিরুদ্ধে জারি লুকআউট নোটিস, বিদেশ মন্ত্রকের দ্বারস্থ গোয়া সরকার
দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিভ্রাট, চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ, মুখ খুললেন উড়ান সংস্থার চেয়ারম্যান