Rajnath Singh-র স্পষ্ট বার্তা রাশিয়া-আমেরিকাকে, দেশেই তৈরি হবে প্রতিরক্ষা সরঞ্জাম

Published : Dec 18, 2021, 06:12 PM IST
Rajnath Singh-র স্পষ্ট বার্তা রাশিয়া-আমেরিকাকে, দেশেই তৈরি হবে প্রতিরক্ষা সরঞ্জাম

সংক্ষিপ্ত

রাজনাথ সিং এদিন নাম না করে চিন ও পাকিস্তানকেও নিশানা করেন। আঞ্চলিক ভূরাজনৈতিক উন্নয়ের কথা উল্লেখ করে  তিনি বলেন, ঈশ্বর ভারতকে এমন কিছু প্রতিবেশী দিয়েছেন যারা ভারতের বৃদ্ধি ও উন্নয়ন ভালোভাবে নিতে পারছে না।

ভারতের প্রয়োজনীয় প্রতিরক্ষা (Defence) সামগ্রী  ও সেনাবাহিনীর প্রয়োজনীয় জিনিসের অধিকাংশ দেশেই উৎপাদন করা হবে। রাশিয়া (Russia), ফ্রান্স (France) ও মার্কিন যুক্তরাষ্ট্রকে  (USA) এবার সরাসরি তা জানিয়ে দিনের দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি বলেছেন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয় সামরিক প্ল্যাটফর্ম ও সরঞ্জামগুলি একাব থেকে দেশে তৈরির ওপর জোর দিচ্ছে ভারত। 

রাজনাথ সিং এদিন নাম না করে চিন ও পাকিস্তানকেও নিশানা করেন। আঞ্চলিক ভূরাজনৈতিক উন্নয়ের কথা উল্লেখ করে  তিনি বলেন, ঈশ্বর ভারতকে এমন কিছু প্রতিবেশী দিয়েছেন যারা ভারতের বৃদ্ধি ও উন্নয়ন ভালোভাবে নিতে পারছে না। দেশভাগের ফলে জম্ম নেওয়া দেশই আজ ভারতের উন্নয়ন দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছে। ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স কনভেনশনের এক ভাষণে তিনি বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্সসহ বিশ্বের বেশিরভার দেশ বর্তমানে ভারতের বন্ধু। কিন্তু তারপরেই ভারতে তাদের বন্ধু দেশগুলিকে জানিয়ে দিয়েছে, ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনী. সামরিক হার্ডওয়্যার দেশেই তৈরি করতে হবে। 

রাজনাথ সিং বলেন, 'ভারত প্রতিটি বন্ধুসম দেশকে বলেছে যে আমরা দেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই ভারতেই সামরিক প্ল্যাটফর্ম, অস্ত্র, গোলাবারুদ তৈরি করতে চাই।'এই বার্তাটি মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও অন্যান্যদের কাছেও পৌঁছে দিয়েছে ভারত।  তবে এই বার্তা নিয়ে ভারতের কোনও দ্বিধা বা দ্বন্দ্ব নেই বলেও জানিয়েছেন তিনিয়। প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন যে সামরিক সরঞ্জাম  উৎপাদনকারী দেশগুলিকে বার্তা দেওয়া হয়েছে যে, 'মেক ইন ইন্ডিয়া, মেক ফর ইন্ডিয়া ও মেক ফর দ্যা ওয়ার্ড।' ভারতের এই প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির যজ্ঞে বিশ্বের বাকি দেশগুলিকেও এগিয়ে আসার বার্তা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

কথা প্রসঙ্গে একটি উদাহরণ তুলে ধরে রাজনাথ সিং বলেছেন শুক্রবার ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লির সঙ্গে তার আলোচনা পরে এটি সম্মত হয়েছে যে একটি বড় ফরাসি সংস্থা কৌশলগত অংশীদারিত্ব মডেলের অধীনে ভাপতের একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে একটি ইঞ্জিন তৈরি করবে। তবে এর বেশি আর কিছুই বলেননি রাজনাথ সিং। 

রাজনাথ সিং বলেছেন যে ভারত এই দেশগুলির সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবে। তবে একই সহ্গে ভারতের মাটিতে মূল প্ল্যাটফর্ম তৈরির জন্য চাপ দিতে দ্বিধা করবে না। তিনি বলেছেন ভারত বন্ধুত্ব বজায় রাখবে। সেই সঙ্গে দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় আত্মনির্ভর হওয়ার যে প্রক্রিয়া শুরু করেছে তা থেকে সরে আসবে না। তিনি আরও জানিয়েছেন ভারতের এই পদক্ষেপে তার বন্ধু দেশগুলির থেকে ইতিবাচক সাড়া এসেছে বলেও জানিয়েছেন তিনি। 

প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন অভ্যন্তরীন প্রতিরক্ষা শিল্পকে উন্নীত করার জন্য একটি স্থির সময়সীমার অধীনে ২০৯ রকম সামরিক সরঞ্জাম আমদানি না করার কথা আগেও ঘোষণা করা হয়েছে। তবে এই তালিকা আগামী দিনে আরও দীর্ঘ হতে পারে। এই তালিকায় সবমিলিয়ে ১০০০টি সামগ্রী থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি। তিনি সরকারি ও বেসরকারি খাতের সংস্থাগুলির মধ্যে ন্যায্য প্রতিরক্ষার কতাও বলছেন। সেই সূত্র ধরেই তিনি জানিয়েছেন ২০০ বছর পুরনো অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের কর্পোরেটাইজেশনকে স্বাধীনতার পরে প্রতিরক্ষাখাতে সবথেকে বড় সংস্কার হিসেবে বর্ণানা করা হয়েছে। বর্তমানে ভারতের প্রতিরক্ষা মহাকাশ উৎপাদন বাজার মূল্য প্রায় ৮৫০০০ কোটি টাকা। এটি ২০২২ সালের মধ্যে এক লক্ষ কোটি টাকা বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। দেশীয় প্রতিরক্ষী শিল্পকে উন্নত করে সরকারও বেশ কয়েকটি পদক্ষেপ করেছে বলেও জানিয়েছেন তিনি। 

Agni Prime Missile: অগ্নি-প্রাইমের সফল উৎক্ষেপণ, জেনে নিন এই ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ঠ্যগুলি

Rohini Court Blast: দিল্লির আদালতে বিস্ফোরণ, হাতকড়া পড়ল প্রতিরক্ষা বিজ্ঞানীর

Nagaland Killing: বিক্ষোভে উত্তাল কোহিমা, সেনার বিশেষ ক্ষমতা প্রত্যাহারের দবিতে আন্দোলন

PREV
click me!

Recommended Stories

Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!
ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে