দু'সপ্তাহের মধ্যেই ফের আগুন দিল্লির এইমসে, নিরাপদে সরানো হল রোগীদের

  • দু'সপ্তাহের মধ্য়েই ফের আগুন লাগল দিল্লির এইমস হাসপাতালে
  • আজ ভোরে জরুরি বিভাগে আগুন লাগে 
  • আগুন বড় আকার ধারণ করার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়
  • এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গিয়েছে

দু'সপ্তাহের মধ্য়েই ফের আগুন লাগল দিল্লির এইমস হাসপাতালে। আজ ভোরে জরুরি বিভাগে আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় দমকল। আগুন বড় আকার ধারণ করার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- পরপর জঙ্গি হামলা জম্মু কাশ্মীরে, স্পেশাল পুলিশ অফিসারের পরিবারকে গুলি করে খুন

Latest Videos

 

 

আজ ভোর ৫টা নাগাদ আগুন লাগে হাসপাতালে। এদিকে হাসপাতালের জরুরি বিভাগে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মনে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। ধোঁয়া বের হতে দেখেই তড়িঘড়ি জরুরি বিভাগ থেকে নামানো হয় রোগীদের। আবার বেশ কয়েকজন রোগী প্রাণ বাঁচাতে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে ছিলেন। তারপর তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। ঘটনায় হাসপাতালের কোনও সামগ্রীর বা কোনও রোগীর ক্ষতি হয়নি বলে দিল্লির দমকল বিভাগের তরফে জানানো হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে তা অবশ্য জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।

আরও পড়ুন- প্রায় আড়াই মাস পর দেশে হাজারের নিচে নামল করোনার দৈনিক মৃত্যু, আক্রান্তের সংখ্যাও নিম্নমুখী

উল্লেখ্য, এর আগে ১৭ জুন দিল্লির এইমস হাসপাতালের নয় তলায় আগুন লেগেছিল। দমকলের ২৬টি ইঞ্জিন প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছিল। রেফ্রিজারেটরের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে দমকলের তরফে জানানো হয়। ওই ঘটনাতেও কেউ আহত হয়নি।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury