DA News: বকেয়া ৩ কিস্তির মহার্ঘ ভাতার দাবিতে সরব সরকারি কর্মীরা, জারি নতুন বিজ্ঞপ্তি

Dearness Allowance: বকেয়া ডিএ-র দাবিতে সরব কেন্দ্রের সরকারি কর্মীরা। পাশাপাশি নতুন বিজ্ঞপ্তি জারি একগুচ্ছ দাবি নিয়ে। দাবি রয়েছে নিয়োগেরও। 

 

Saborni Mitra | Updated : Mar 14 2025, 10:32 AM IST
110
ডিএ ঘোষণা হয়নি

চলতি সপ্তাহেই কেন্দ্রীয় সরকারের ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করার কথা। অনেকেই মনে করেছিল গতবারের মত এবারও হোলির আগেই ডিএ ঘোষণা করা হবে। কিন্তু তা হয়নি।

210
কবে ডিএ ঘোষণা?

কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশের আশা রয়েছে চলতি সপ্তাহে আর নয়। আগামী সপ্তাহে হতে পারে ডিএ বৃদ্ধি। যদিও কেন্দ্রীয় সরকার এখনই তাই নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।

310
নতুন বিজ্ঞপ্তি

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও শ্রমিকদের কনফেডারেশন একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে সরকারি কর্মীদের একাধিক দাবি দাওয়ার সঙ্গে রয়েছে বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতার বিষয়টিও।

410
বকেয়া ডিএ

সপ্তম পে কমিশনের অধীনে ২০২০র জানুয়ারি থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩টি ডিএ বকেয়া রয়েছে। সেগুলি পরিশোধের দাবি উঠেছে।

510
নতুন বিজ্ঞপ্তি

গত ৭ মার্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও শ্রমিকদের কনফেডারেশন নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের নিস্ক্রীয়তার কারণে তাঁদের ন্যায্য দাবিগুলি পুরাণ হচ্ছে না। সরকারি একাধিক সংগঠন দীর্ঘদিন ঘরেই আন্দোলন করছে।

610
ফেডারেশনের দাবি
  • কেন্দ্রীয় সরকারি কর্মীদের পক্ষ থেকে বলা হয়েছে অষ্টম বেতন কমিশনের অধীনে চেয়ারম্যান-সহ কমিটির সদস্যদের নিয়োগ করতে হবে।
  • নতুন পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম ফেরাতে হবে।
  • সরকারি কর্মী ও পেনশনভোগীদের টাকা ১২ বছরের মধ্যেই চাইলে তারা তুলে নিতে পারবে।
710
ডিএ নিয়ে দাবি

কোভিড মহামারির সময় তিনটি কিস্তির ডিএ বয়েকা রয়েছে সেগুলি অবিলম্বের দিয়ে দিতে হবে। যদিও কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছে এই বকেয়া ডিএ আর দেবে না কেন্দ্রীয় সরকার।

810
যোগ্যদের চাকরির দাবি

কেন্দ্রীয় সরকারি কর্মীদের পক্ষ থেকে বলা হয়েছে করুণার ভিত্তিতে বর্তমানে ৫% নিয়োগ হয়। এটি বাতিল করতে হবে। পরিবর্তে যোগ্য প্রার্থীদেরই চাকরি দিতে হবে।

910
নিয়োগের দাবি

কেন্দ্রীয় সরকারি কর্মীরা দ্রুত শূন্যপদে নিয়োগের দাবি জানিয়েছেন। পাশাপাশি সরকারি বিভাগে আউটসোর্সিং ও বেসরকারিকরণেরও তীব্র প্রতিবাদ জানান হয়েছে। কর্মীদের গণতান্ত্রিকভাবে কাজ করার পরিবেশ তৈরির কথাও বলা হয়েছে।

1010
অষ্টম বেতন কমিশনের সুপারিশ

বর্তমানে কেন্দ্রের সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন ও মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। সম্প্রতি মোদী সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos