Ration Card: রেশন কার্ড থাকলেই হাতে পাবেন কড়কড়ে ১০০০ টাকা, রইল আবেদন করার নিয়ম

Published : Apr 04, 2025, 12:47 PM IST

ration card: রেশন সামগ্রী রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিলি করা হয়। এবার বিনামূল্যে খাদ্য সামগ্রীর সঙ্গে ১০০০ টাকা করে দেওয়া হবে বলেও সূত্রের খবর। 

PREV
111
রেশন কার্ড

ভারতের ধনী - দরিদ্র নির্বিশেষে প্রায় প্রত্যেক মানুষের কাছেই রয়েছে রেশন কার্ড। এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট অংশের কাছে খাদ্য দ্রব্য পৌঁছে দেয় সরকার।

211
রেশন সমাগ্রীর সঙ্গে টাকা

রেশন সামগ্রী রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিলি করা হয়। এবার বিনামূল্যে খাদ্য সামগ্রীর সঙ্গে ১০০০ টাকা করে দেওয়া হবে বলেও সূত্রের খবর।

311
রেশন কার্ডের ধরন

ভারতে একটা সময় কাগজের রেশন কার্ড চালু ছিল। এখনও রয়েছে। তবে ডিজিটাল রেশন কার্ড চালু করার ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার।

411
রেশন কার্ড আপগ্রেড

বর্তমানে রেশন কার্ড আপগ্রেড করতেও বলা হয়েছে। আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও লিঙ্ক থাকতে হবে রেশন কার্ডের মাধ্যমে।

511
রেশনে বিলি

সাধারণে রেশন কার্ডের মাধ্যমে দেশের দরিদ্র পরিবারগুলি মাসে ৫ কেজি চাল, ৫ কেজি গম পায়। সঙ্গে ১ কেজি ডাল ও ১ কেজি করে চিনি দেওয়া হয়।

611
সঙ্গে ১০০০ টাকা

এবার থেকে রেশন সামগ্রীর সঙ্গে মাসে মাসে ১০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও সূত্রের খবর। যে টাকা সরাসরি ব্য়াঙ্কের জমা হবে।

711
সুবিধে পাওয়ার যোগ্যতা

এই সুবিধে পেতে হলে অবশ্যই দরিদ্রসীমান নিচে হতে হবে। আধার কার্ড থাকা বাধ্যতামূলক।

811
ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক

১০০০ টাকা পাওয়ার জন্য রেশন কার্ড, আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্কের লিঙ্ক থাকতে হবে।

911
আবেদনের সময়

আবেদনের সময় আধার কার্ড, বসবাসের শংসাপত্র, আয়ের শংসাপত্র, পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, পাসপোর্ট সাইজের ছবি সহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে

1011
অনলাইনে আবেদন

নতুন রেশন কার্ডের জন্য অনলাইনে আবদেন করতে হবে।

1111
রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ

দেশে দরিদ্র মানুষদের সুবিধা প্রদানের জন্য সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে দরিদ্র মানুষ রেশন দ্রব্যের সঙ্গে পাবেন নগদ অর্থ। এ বিষয়ে বিস্তারিত জানতে আপনার রেশন ডিলার এর সঙ্গে যোগাযোগ করুন।

Read more Photos on
click me!

Recommended Stories