নয়া রেকর্ড গড়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত প্রায় ১১ হাজার, দেশে সংক্রমণের সংখ্যা এবার ৩ লক্ষ ছুঁই ছুঁই

 

  • করোনা সংক্রমণে এবার ব্রিটেনকে ছাড়িয়ে গেল ভারত
  • আক্রান্তের সংখ্যা ভারত এখন বিশ্বের মধ্যে ৪ নম্বরে
  • ভারতের আগে কেবল রাশিয়া, ব্রাজিল ও আমেরিকা
  • দৈনিক মৃতের সংখ্যা গত ২৪ ঘণ্টায় রেকর্ড

আনলক ১-এ দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যায় ব্রিটেনকেও ছাড়িয়ে যাবে ভারত তা স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান দেখে বোঝা গিয়েছিল বৃহস্পতিবার  সকালেই। সেই আশঙ্কাই অবশেষে সত্যি হল। করোনা আক্রান্ত দেশ হিসাবে বৃহস্পতিবার বিকেলেই ব্রিটেনকে পেছনে ফেলে ৪ নম্বরে উঠে এল ভারত। ওয়ার্ল্ড মিটারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী  বর্তমানে ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯১ হাজার ৪০৯। সেখানে স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২ লক্ষ ৯৭ হাজার ৫৩৫-এ। 

Latest Videos

মহামারীর বিশ্বে এবার সুখবর শোনাল মডার্না, জুলাইতে হতে চলেছে ভ্যাকসিনের চূড়ান্ত পরীক্ষা

বিশ্বে করোনা ছড়ানোর জন্য জিনিপং-এর বিরুদ্ধে মামলা, সাক্ষী বানানো হল মোদী আর ট্রাম্পকে

একা কেবল অসাধ্য সাধন করেনি নিউজিল্যান্ড, জেনে নিন বিশ্বের আর কোন কোন দেশ ইতিমধ্যে হল করোনা মুক্ত

করোনা আক্রান্ত দেশের তালিকায় এখন ভারতের আগে রয়েছে কেবল রাশিয়া, ব্রাজিল ও আমেরিকা। রাশিয়ার বর্তমানে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৯৩ হাজার ছাড়িয়েছে। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনা আক্রান্ত ৭ লক্ষ ৭২ হাজারের বেশি মানুষ। আর সবার উপরে থাকা আমেরিকায় আক্রান্তের সংখ্যা ২০ লক্ষের বেশি। গত ২৪ মে ভারত করোনা আক্রান্ত দেশগুলির প্রথম দশের তালিকায় ঢোকে। তার ১৮ দিনের মধ্যে আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বে ৪ নম্বরে পৌঁছে গেল। একে একে আক্রান্তের সংখ্যা ভারত পেছনে ফেলে দিয়েছে করোনায় তিন এপিসেন্টার ইতালি, চিন ও স্পেনকে। এদিকে দেশে গত কয়েকদিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা থাকছিল ১০ হাজারের কাছাকাছি। শুক্রবার সকালে সেই রেকর্ডও ছাপিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৫৬ জন। এটাই এখনও পর্যন্ত দেশে দৈনিক করোনা সংক্রমণে সবোর্চ্চ।

 

দৈনিক মৃতের সংখ্যাতেও রেকর্ড গড়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৩৯৬ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৯৮। তবে এর মধ্যেও আশার খবর শোনাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। পরিসংখ্যান বলছে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৪৭ হাজার ১৯৫ জন। ফলে দেশে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪১ হাজার ৮৪২ জন। ফলে দেশে টানা তৃতীয় দিন করোনায় সুস্থ হওয়া মানুষের সংখ্যা আক্রান্তের সংখ্যার চেয়ে বেশি থাকল। ইতিমধ্যে দেশে সুস্থতার হার ৪৯ শতাংশ ছাড়িয়েছে। 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury