Shocking News: স্বামীর সঙ্গে ঝগড়া, বিশেষভাবে সক্ষম ছেলেকে কুমিরভর্তি খালে ফেলে দিল মহিলা!

Published : May 06, 2024, 02:47 PM ISTUpdated : May 06, 2024, 03:18 PM IST
crocodile

সংক্ষিপ্ত

শিশুদের সবচেয়ে নিরাপদ আশ্রয় মা। কিন্তু মা-ই যদি ঘাতক হয়ে ওঠে? তখন আর সেই শিশুর বাঁচার আশা থাকে না। কর্ণাটকের উত্তর কন্নড়ে এরকমই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে।

৬ বছরের ছেলেটা কথা বলতে পারত না। কেউ কিছু বললে শুনতেও পেত না। তার এই শারীরিক সমস্যা নিয়ে বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হত। শনিবার রাতে ঝগড়া চরমে পৌঁছয়। সেই ঝগড়ার বলি হতে হল এই শিশুকে। রাত ৯টা নাগাদ ছেলেকে নিয়ে গিয়ে খালে ফেলে দিল মা। এই খাল গিয়ে মিশেছে কালী নদীতে। সেই নদী কুমিরে ভর্তি। মা সেটা ভালোভাবে জানত। নিজের ছেলেকে কুমিরের মুখে ফেলে দিতে বাধেনি। রবিবার ক্ষতবিক্ষত অবস্থায় ছেলেটার দেহ উদ্ধার হয়। ডান হাতের কিছুটা অংশ খেয়ে ফেলেছিল কুমিরের দল। শরীরের বিভিন্ন অংশে ক্ষত ও কামড়ের দাগ ছিল। এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কর্ণাটকের উত্তর কন্নড়ে। খুনের অভিযোগে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

মা-বাবার ঝগড়ার বলি শিশু

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত মহিলার নাম সাবিত্রী। তার বয়স ৩২ বছর। তাদের বাড়ি উত্তর কন্নড়ের হালামাডি গ্রামে। এই মহিলার স্বামীর নাম রবি কুমার। তার বয়স ৩৬ বছর। সাবিত্রীর সঙ্গে প্রায়ই তার স্বামীর ঝগড়া হত। শনিবার ঝগড়া তুঙ্গে ওঠার পর রাগের মাথায় ছেলেকে খুন করে সাবিত্রী। শনিবার রাতেই ছেলেটার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ ও দমকল বিভাগ। কিন্তু রাতের অন্ধকারে খোঁজ পাওয়া যায়নি। রবিবার সকালে খালে ডুবুরি নামানো হয়। কুমিরের মুখ থেকে ছেলেটার দেহ কোনওরকমে উদ্ধার করা সম্ভব হয়।

গ্রেফতার ছেলেটার বাবা-মা

পুলিশ জানিয়েছে, ছেলেটার মায়ের পাশাপাশি বাবাকেও গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পেশ করা হয়। আদালত তাদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। লোকের বাড়িতে ঠিকে কাজ করে সাবিত্রী। রাজমিস্ত্রী হিসেবে কাজ করে রবি। ছেলের মৃত্যুর জন্য স্বামীকে দায়ী করেছে সাবিত্রী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Viral Video: বিদ্যুৎ কোম্পানি অফিসের সামনে জ্যান্ত কুমির ছেড়ে দিল কৃষকরা! দেখুন গা শিউরে ওঠা ভিডিও

আদর করার পরিণতি, যুবতীর হাত কামড়ে জলে টেনে নিল কুমির, দেখুন ভিডিও

ঘন জনবসতির মধ্যে অবলীলায় ঘুরে বেড়াচ্ছে কুমির, ভাইরাল ভিডিও

PREV
click me!

Recommended Stories

রাহুলের সমালোচনা করতেই কংগ্রেসের 'ফোঁস', জিন্না-বিজেপি যোগের কথা বলে মোদীকে 'বিকৃতির মাস্টার' বলল
নেহরুর পথেই রাহুল গান্ধী! 'বন্দে মাতরম' আলোচনায় অংশ না নেওয়ায় তুলোধনা মোদীর