Shocking News: স্বামীর সঙ্গে ঝগড়া, বিশেষভাবে সক্ষম ছেলেকে কুমিরভর্তি খালে ফেলে দিল মহিলা!

শিশুদের সবচেয়ে নিরাপদ আশ্রয় মা। কিন্তু মা-ই যদি ঘাতক হয়ে ওঠে? তখন আর সেই শিশুর বাঁচার আশা থাকে না। কর্ণাটকের উত্তর কন্নড়ে এরকমই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে।

৬ বছরের ছেলেটা কথা বলতে পারত না। কেউ কিছু বললে শুনতেও পেত না। তার এই শারীরিক সমস্যা নিয়ে বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হত। শনিবার রাতে ঝগড়া চরমে পৌঁছয়। সেই ঝগড়ার বলি হতে হল এই শিশুকে। রাত ৯টা নাগাদ ছেলেকে নিয়ে গিয়ে খালে ফেলে দিল মা। এই খাল গিয়ে মিশেছে কালী নদীতে। সেই নদী কুমিরে ভর্তি। মা সেটা ভালোভাবে জানত। নিজের ছেলেকে কুমিরের মুখে ফেলে দিতে বাধেনি। রবিবার ক্ষতবিক্ষত অবস্থায় ছেলেটার দেহ উদ্ধার হয়। ডান হাতের কিছুটা অংশ খেয়ে ফেলেছিল কুমিরের দল। শরীরের বিভিন্ন অংশে ক্ষত ও কামড়ের দাগ ছিল। এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কর্ণাটকের উত্তর কন্নড়ে। খুনের অভিযোগে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

মা-বাবার ঝগড়ার বলি শিশু

Latest Videos

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত মহিলার নাম সাবিত্রী। তার বয়স ৩২ বছর। তাদের বাড়ি উত্তর কন্নড়ের হালামাডি গ্রামে। এই মহিলার স্বামীর নাম রবি কুমার। তার বয়স ৩৬ বছর। সাবিত্রীর সঙ্গে প্রায়ই তার স্বামীর ঝগড়া হত। শনিবার ঝগড়া তুঙ্গে ওঠার পর রাগের মাথায় ছেলেকে খুন করে সাবিত্রী। শনিবার রাতেই ছেলেটার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ ও দমকল বিভাগ। কিন্তু রাতের অন্ধকারে খোঁজ পাওয়া যায়নি। রবিবার সকালে খালে ডুবুরি নামানো হয়। কুমিরের মুখ থেকে ছেলেটার দেহ কোনওরকমে উদ্ধার করা সম্ভব হয়।

গ্রেফতার ছেলেটার বাবা-মা

পুলিশ জানিয়েছে, ছেলেটার মায়ের পাশাপাশি বাবাকেও গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পেশ করা হয়। আদালত তাদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। লোকের বাড়িতে ঠিকে কাজ করে সাবিত্রী। রাজমিস্ত্রী হিসেবে কাজ করে রবি। ছেলের মৃত্যুর জন্য স্বামীকে দায়ী করেছে সাবিত্রী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Viral Video: বিদ্যুৎ কোম্পানি অফিসের সামনে জ্যান্ত কুমির ছেড়ে দিল কৃষকরা! দেখুন গা শিউরে ওঠা ভিডিও

আদর করার পরিণতি, যুবতীর হাত কামড়ে জলে টেনে নিল কুমির, দেখুন ভিডিও

ঘন জনবসতির মধ্যে অবলীলায় ঘুরে বেড়াচ্ছে কুমির, ভাইরাল ভিডিও

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya