'বিয়েটা করে নিন আমরা বরযাত্রী যাব!', রাহুলকে অস্বস্তিতে ফেলে আবদার লালুর- দেখুন সেই ভিডিও

Published : Jun 23, 2023, 08:35 PM IST
Lalu Yadav asked to marry Rahul at opposition meet press meet at patna watch that viral video

সংক্ষিপ্ত

রাহুল গান্ধীকে সাংবাদিক বৈঠকেই বিয়ে করে নিতে বললেন লালু প্রসাদ যাবদ। পাশাপাশি তাঁর পরামর্শ না মানার জন্য আক্ষেপও করেন তিনি। ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। 

পাটনায় বিরোধী রাজনৈতিক দলগুলি প্রায় চার ঘণ্টা আলোচনা করে। আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে রণকৌশল স্থির করতেই এই বৈঠক ছিল। কিন্তু বৈঠক শেষে রীতিনমত খোসমেজাদে বর্ষীয়ান রাজনীতিবিদ লালুপ্রসাদ যাদব। শারীরিক অসুস্থতার জন্য বর্তমানে তাঁকে রাজনৈতিক কর্মসূচিতে তেমন দেখা যায় না। কিন্তু পাটনায় বিরোধী রাজনৈতিক দলের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি যেন ছিলেন মধ্যমণি। পাশাপাশি গুরুগম্ভীর রাজনৈতিক আলোচনায় রীতিমত একঝলক ঠান্ডা বাতাস বইয়ে দিলেন লালু যাদব। সাংবাদিক বৈঠকে বসেই রাহুল গান্ধীর বিয়ে নিয়ে একের পর এক কথা বলে গেলেন লালু। আর নিমেষের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

লালু প্রথমে রাহুল গান্ধীর প্রশংসা করেন। তিনি বলেন , রাহুল গান্ধী বর্তমানে ভাল কাজ করছেন । ভারত জোড়ো যাত্রারও প্রশংসা করেছেন তিনি। বলেন। পাশাপাশি আদানিদের বিরুদ্ধে রাহুল সুর চড়িয়েছেন বলেও লালু প্রশংসা করেন। লালু বলেন রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার সময় দাড়ি বাড়িয়ে ছিলেন। তবে রাহুল বলেন এখন তাঁর দাড়ি ছোট। তারপরই লালু বলেন বেশি ছোট করবেন না। ওটা মোদীদের পরামর্শ। এই কথাবার্তার মধ্যেই লালু আক্ষেপ করে বলেন, 'আমার পরামর্শ তো শুনলেন না। বিয়ে করে নেওয়া উচিৎ ছিল! কিন্তু এখনও সময় আছে। সময় যায়নি। বিয়ে করেনিন আমরা বিরোধীরা বরযাত্রী যাব।' লালু বলেন, তাঁর কথা শুনে এবার রাহুল গান্ধীর বিয়ে করা উচিৎ। তাতেই সাংবাদিক সম্মেলনে রীতিমত হাসির রোল ওঠে। তবে সাংবাদিক সম্মেলনে লালুর এই কথায় রীতিমত মুখ লাল হয়ে যায় রাহুল গান্ধী। তিনি কিছুটা হালকা ভাবেই এটা নেন।

আপনিও দেখুন সেই ভিডিও-

 

 

রাহুল গান্ধীর বিয়ে নিয়ে জল্পনা দীর্ঘ দিনের। একাধিকবার এই প্রশ্ন তাঁকে করা হয়েছে। তিনি উত্তরও দিয়েছেন। বলেছেন বিয়ে করতে চান। কিন্তু মনের মত মেয়ে পাননি। তিনি চান তাঁর বাবা আর মায়ের সম্পর্ক যেমন মধুর ছিল তেমনই তাঁর বিবাহিত সম্পর্ক হয়। পাশাপাশি তিনি আরও জানিয়েছিলেন এমন মহিলা চান তিনি যিনি প্রেমময় হবেন আর বুদ্ধিমতী হবেন। কিন্তু ৫৩ -র রাহুল এখনও অকৃতদারই রয়ে গেছেন।

শুধু রাহুল গান্ধীকে নিয়ে মজা করেই সাংবাদিক সম্মেলন শেষ করেননি লালু প্রসাদ যাদব। তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে আক্রমণ করেন বিজেপিকেও। বলেন, হনুমানের গদার মারে বিজেপি কর্ণাটকে হেরে গেছে আর রাহুল গান্ধীরা সেখানে জিতে গেছে।

আরও পড়ুনঃ

অ্যাডভেঞ্চার প্রিয় বাবাকে খুশি করতে গিয়েই সলিল সমাধি, টাইটানিক দেখতে দিয়ে বেঘোরে প্রাণ গেল পাক ধনকুবের আর তাঁর ছেলের

'রাজভবনকে বিকল্প সরকারি কার্যালয় বানিয়েছে বিজেপি', পাটনায় বিরোধী বৈঠকের পর কড়া বার্তা মমতার

'পাটনার বৈঠক রাজনৈতিক পরিবারগুলির গেটটুগেদার', রাজ্যপাল ইস্যুতে সুর নরম করে মমতাকে আক্রমণ শুভেন্দুর

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

8th Pay Commission: বড় খবর! ১ জানুয়ারি থেকে বাড়ছে না কেন্দ্রীয় কর্মীদের বেতন? কতদিন পিছিয়ে গেল দিন
জেনে নিন আজ শহরে ডিজেল ও পেট্রোলের দাম কত