সংক্ষিপ্ত
উত্তর প্রদেশের প্রভাবশালী নেতা হলেন দীনেশ প্রতাপ সিং। যোগী সরকারের একটি প্রভাবশালী মন্ত্রী। তিনি রায়বরেলির প্রার্থী।
উত্তর প্রদেশে রায়বরেলি আর আমেঠি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত আসতে পারেনি কংগ্রেস। কংগ্রেস সূত্রের খবর দুই ভাইবোনও রায়বরেলি ও আমেঠির প্রার্থী হতে এখনও রাজি হয়নি। এই অবস্থাতেই বিজেপি রায়বরেলির প্রার্থী হিসেবে উত্তর প্রদেশ সরকারের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংকে প্রার্থী করেছে। অনেক দিন আগেই আমেঠির প্রার্থী হিসেবে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী কথা বিজেপির বিদায়ী বিধায়ক স্মৃতি ইরানির নাম ঘোষণা করেছে।
দীনেশ প্রতাপ সিং কে -
উত্তর প্রদেশের প্রভাবশালী নেতা হলেন দীনেশ প্রতাপ সিং। যোগী সরকারের একটি প্রভাবশালী মন্ত্রী। তিনি যোগী সরকারের স্বতন্ত্র প্রতিমন্ত্রী। সমাজবাদী পার্টর সদস্য হয়ে রাজনীতির খাতায় নাম লিখিয়েছিলেন তিনি। ২০০৭ সালে বহুজন সমাজ টিকিটের নির্বাচনে সামিল হন। কিন্তু তিলোই থেকে তিনি জিততে পারেনি। এরপর দীনেশ প্রতাপ সিং ভাগ্য পরীক্ষা জন্য কংগ্রসের যোগ দেন। ২০১০ সালে কাউন্সলর হন। ২০১১ সালে পঞ্চায়েত সভাপতি হন। ২০১৬ সালে তিনি আবারও কাউন্সিলর হন। ২০১৭ সালে কংগ্রেসের টিকিটে হরচাঁদপুর থেকে বিধায়ক হয়েছিলেন।
তবে ২০১৯ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দান করেন। লোকসভা নির্বাচনে সনিয়া গান্ধীর কাছে হেরে যান। তবে তিনি চার লক্ষ ভোট পেয়েছিলেন। এবার তাঁকে রায়বরেলি - যেটি কংগ্রেসের শক্তঘাঁটি হিসেবে পরিচিত সেখান থেকেই প্রার্থী করেছে বিজেপিকে।
টিকিট পাওয়ার পর দীনেশ প্রতাপ সিং বলেন, "বিজেপি আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে বিশ্বাস করেছে এবং আমি তার জন্য দলকে ধন্যবাদ জানাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এই আস্থা নষ্ট হতে দেব না।" তিনি আরও বলেছেন রায়বরেলির আস্থা গান্ধী পরিবারের সদস্যরা ভেঙে দিয়েছে। তিনি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে লড়াই করতে প্রস্তুত বলেও জানিয়েছেন।