'আমার ছেলে নয়, মোদীজির ছেলে', চোখে জল নিয়ে কেন এই কথা বললেন এক বাবা

সুমির পরিস্থিতি খারাপ ছিল। যুদ্ধ শুরু হওয়ার পর সেখান থেকে ছেলের জীবিত ফিরে আশার বিষয়ে তাঁর কোনও আশাই ছিল না। কিন্তু ভারত সরকারের প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে। আর সেই কারণ উল্লেখ করে তিনি ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। 

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের (Russia-Ukraine war) সুমিতে (Sumy) আরও শতাধিক ভারতীয় পড়ুয়ার (Indian Students)সঙ্গে আটকে পড়েছিল সঞ্জয় পণ্ডিত। কাশ্মীরের বাসিন্দা তিনি। সম্প্রতি তাঁকে ইউক্রেন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। কাশ্মিরের এই পড়ুয়ার দেশে ফেরার পরই আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর বাবা প্রবণ পণ্ডিত। তিনি জানিয়েছেন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে যে তাঁর ছেলে দেশে ফিরতে পারবে এমনটা আশা তিনি কখনই করেননি। সুস্থ অবস্থায় তাঁর ছেলে দেশের ফেরার জন্য তিনি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।  অন্যদিকে দেশে ফিরে সঞ্জয়ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছে। 

সুমির পরিস্থিতি খারাপ ছিল। যুদ্ধ শুরু হওয়ার পর সেখান থেকে ছেলের জীবিত ফিরে আশার বিষয়ে তাঁর কোনও আশাই ছিল না। কিন্তু ভারত সরকারের প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে। আর সেই কারণ উল্লেখ করে তিনি ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, সঞ্জয় তাঁর ছেলে নয়। মোদী যেভাব সঞ্জয়দের উদ্ধারের জন্য চেষ্টা করেছেন তাতে সঞ্জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছেলে। তিনি বলেন, 'আমি বলতে চাই সঞ্জয় আমার ছেলে নয়। মোদীজির ছেলে ফিরে এসেছে।'

Latest Videos

এদিন ছাত্ররা দিল্লির বিমান বন্দর থেরে বেরিয়ে তাদের বাবা-মা আত্মীয় পরিজনদের জড়িয়ে ধরেন। ছেলেমেয়েদের অপেক্ষায় প্রায় পাঁচ-ছয় ঘণ্টা অভিভাবকরা অপেক্ষা করেছিলেন। সন্তানদের দেখে অনেকেরই চোখ দিয়ে জল নামে। অনেক বাবা-মাই আবেগে ভেসে যান। উপস্থিত অভিভাবকরা ভারত মাতা কি জয়, মোদী হ্যায় তো মুমকিন হ্যায় বলেও স্লোগান তুলছিলেন। 

উত্তর-পূর্ব ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত শহর সুমিতে আটকে পড়া প৬৭৪ জন মেডিক্যাল পড়ুয়াকে নিয়ে নিয়ে তিনটি ফ্লাইট শুক্রবার দিল্লিতে ফিরে আসে। পড়ুয়ারা জানিয়েছে তারা কীভাবে যুদ্ধের মধ্যে দিয়ে দীর্ঘ রাস্তা হেঁটে আসেন। যুদ্ধের প্রথম থেকেই তাদের দিনগুলি ছিল অসহনী। খাবার ও জল ছাড়া বেশ কয়েকদিন থাকতে হয়েছিল তাদের। তবে ইউক্রেন সীমান্ত পার হওয়ার পর গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ভারত সরকার। খাবার ও জল বিলি করা হয়। দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ। প্রয়োজনীয় গরম কাপড়ও দেওয়া হয় তাদের। 

৪৬১ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার দুটি বিমান দেশে ফিরেছে। অন্যদিকে ইন্ডিহোর অপর একটি বিমান দেশে ফিরেছে। যার অধিকাংশ যাত্রী ইউক্রেনের সুমিতে আটকে পড়া পড়ুয়ারা। 

'এটাই যথেষ্ট', গোয়া বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবি নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

'এটাই যথেষ্ট', গোয়া বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবি নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

ক্যাব চালাচ্ছেন উবের ইন্ডিয়ার প্রধান, ভাইরাল হল যাত্রীস সঙ্গে ছবি

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী