Prashant Kishore: 'সমস্যাটা রাহুল গান্ধীর সঙ্গে', আবারও বিস্ফোরক প্রশান্ত কিশোরের মুখে বিজেপির স্তুতি

সম্প্রতী সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নোত্তোর পর্বে যোগ দিয়েছিলেন প্রশান্ত কিশোর। সেখানেই তিনি বলেছেন আগামী কয়েক দশক বিজেপি ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে।


আবারও বিস্ফোরক ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। এবার তিনি বলেছেন, 'সমস্যা হল রাহুল গান্ধী (Rahul Gandhi)।' তিনি আরও একটি মন্তব্য করেছেন তা হল অনেক দশক ধরেই বিজেপি রীতিমত শক্তিশালী দল হিসেবে থেকে যাবে। কংগ্রেস শীর্ষ নেতৃত্ব তথা গান্ধী পরিবারের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর প্রশান্ত কিশোরের এজাতীয় মন্তব্য রীতিমত তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

সম্প্রতী সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নোত্তোর পর্বে যোগ দিয়েছিলেন প্রশান্ত কিশোর। সেখানেই তিনি বলেছেন আগামী কয়েক দশক বিজেপি ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে। দলটি হারুক বা জিতুক- বিজেপি- ছাড়া ভারতীয় রাজনীতি এক পাও এগিয়ে যাবে না। কথা প্রসঙ্গে তিনি বলেছেন 'ঠিক যেমনটা ছিল স্বাধীনতার পরবর্তী ৪০ বছর। এই সময় ভারতীয় রাজনীতির কেন্দ্র বিন্দু ছিল কংগ্রেস।'

Latest Videos

Pakistan: ইমরানকে বিপুল পরিমাণে অর্থ সাহায্য, পাকিস্তানের কাছে ত্রাতা হয়ে এলেন সৌদি রাজকুমার

প্রশান্ত কিশোর বলেছেন বিজেপি ভারতীয় রাজনীতিক কেন্দ্র হতে চলেছে। দলটি হারুক বা  জিতুক। যেমনটা ছিল কংগ্রেস ছিল স্বাধীনতার প্রথম ৪০ বছর। বিজেপি ভারতীয় রাজনীতির কেন্দ্র থেকে সরবে না। তারপরই প্রশান্ত কিশোর নিশানা করেছেন রাহুল গান্ধীকে। তিনি বলেছেন 'আপনি ভারতের ৩০ শতাংশেরও বেশি ভোট পান। তাই এখনই তাড়াহুড়ো করা ঠিক নয় দেশের মানুষ বিজেপির ওপর রেগে গিয়ে নরেন্দ্র মোদীকে সরিয়ে দেবে।' তিনি আরও বলেছেন দেশের মানুষ নরেন্দ্র মোদীকে সরিয়ে দিয়েও বিজেপি থেকে ভারতীয় রাজনীতির কেন্দ্র থেকে সরবে না। আগামী বেশ কয়েক দশক থেকে একই জায়গায় থেকে যাবে। তাই পরবর্তী কয়েক দশক বিজেপি রীতিমত শক্তিশালী হয়ে লড়াই চালিয়ে যাবে। 

Pakistan: বিক্ষোভ সমাবেশ ঘিরে রক্তাক্ত পাকিস্তান, নিষিদ্ধ সংগঠনের গুলিতে নিহত ৩ পুলিশ কর্মী

তিনি আরও বলেছেন, 'এখানেই সমস্যা রয়েছে রাহুল গান্ধীর। তিনি মনে করেন এটি সময়ের ব্যাপার। একটা সময় দেশের সাধারণ মানুষই বিজেপিকে সরিয়ে দেবে। তবে এটা কখনই সম্ভব নয়।' তিনি আরও বলেছেন, 'আপনি যদি প্রধানমন্ত্রী মোদীর শক্তি পরীক্ষা না করেন, না বোঝেন, উপলব্ধি না করেন - তাহলে আপনি কখনই তাঁকে পরাজিত করে পাল্টা তাঁর স্থান দখল করতে পারবেন না।' 

Agani-5: ব্যালাস্টিক মিসাইল অগ্নি-৫-এর সফল উৎক্ষেপণ, চিনকে কড়া বার্তা ভারতের

সোশ্যাল মিডিয়ায় প্রশ্নোত্তর পর্বের প্রশান্ত কিশোরের এই ভিডিও ক্লিপ রীতিমত ভাইরাল হয়েছে। যারা এই ক্লিপটি শেয়ার করেছেন তাঁদের মধ্যে একজন হলেন অজয় সাওয়ান্ত। টুইটার তিনি নিজেকে বিজেপির কর্মী হিসেবেই পরিচয় দিয়েছেন। ভিডিওটি পোস্ট করার সময় তিনি লিখেছেন, 'প্রশান্ত কিশোর স্বীকার করে নিয়েছেন বিজেপি আগামী কয়েক দশক ভারতীয় রাজনীতিতে রাজ করবে। এটি অমিত শাহ অনেক আগেই বলেছেন।'

TMC vs BJP: মমতার গোয়া সফরের আগে রাজনৈতিক তরজা তুঙ্গে, মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি ঘিরে বিতর্ক

প্রশান্ত কিশোর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ও এমকে স্ট্যালিনের ভোট কুশলী হিসেবে কাজ করেছেন। দুজনকেই বিপুল পরিমাণে ভোট পেয়ে ক্ষমতা দখলে সাহায্য করেছেন। সম্প্রতী তিনি নিজেই উদ্যোগ নিয়ে রাহুল গান্ধী, সনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। কংগ্রেস তাঁকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথাও ভাবছে বলে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে গান্ধীদের সঙ্গে তাঁর আলোচনা তেমন মধুর ছিল না। চলতি মাসের শুরুতেই তিনি কংগ্রেসের মূল সমস্যার দিকে ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন কংগ্রেস মূল সমস্যা আর কাঠামোগত সমস্যার কোনও সমাধান করতে চাইছে না। 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar