Cheating with wife: স্ত্রীর আধারকার্ড দিয়ে বান্ধবীকে নিয়ে হোটেলে রাত্রিবাস, বিপাকে ব্যবসায়ী

Published : Feb 05, 2022, 03:20 AM IST
Cheating with wife: স্ত্রীর আধারকার্ড দিয়ে বান্ধবীকে নিয়ে হোটেলে রাত্রিবাস, বিপাকে ব্যবসায়ী

সংক্ষিপ্ত

মঙ্গলবার হিঞ্জেওয়াড়ি থানায় পুরুষ ও মহিলার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রের খবর ওই ব্যক্তি গুজরাটের ব্যবসায়ী। তাঁর স্ত্রী একটি সংস্থার প্রধান। ওই ব্যক্তির স্ত্রীর অভিযোগ দীর্ঘ দিন ধরেই তাঁর স্বামী তাঁর সঙ্গে প্রতারণা করছিল।

 স্ত্রীর (Wife) আধারকার্ড ( Aadhaar card) দেখিয়ে বান্ধবীকে (Girlfirend) নিয়ে হোটেলের ঢোকায় বিপাকে পড়লেন এক ব্যক্তি। সংশ্লিষ্ট ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের (Complaint filed) করা হয়েছে। শুক্রবার মহারাষ্ট্রের (Maharashtra) পুণের(Pune) একটি হোটেলে এই ঘটনা ঘটেছে। ভুয়ো আধার কার্ড দেখিয়ে হোটেল বুক করায় ৪১ বছরের ওই ব্যক্তি ও তাঁর বান্ধবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের  হয়েছে বলেও পুলিশ সূত্রের খবর। 

মঙ্গলবার হিঞ্জেওয়াড়ি থানায় পুরুষ ও মহিলার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রের খবর ওই ব্যক্তি গুজরাটের ব্যবসায়ী। তাঁর স্ত্রী একটি সংস্থার প্রধান। ওই ব্যক্তির স্ত্রীর অভিযোগ দীর্ঘ দিন ধরেই তাঁর স্বামী তাঁর সঙ্গে প্রতারণা করছিল। তাই স্বামীকে হাতে নাতে ধরার জন্য স্বামীর গাড়িতে একটি জিপিএস সিস্টেম ইনস্টল করেছিলেন। তারই ভিত্তিতে তিনি জানতে পারেন স্বামীর গতিবিধি। 

অভিযুক্তর ব্যক্তির স্ত্রীর পুলিশকে জানিয়েছে, স্বামীর গতিবিধি জানার জন্য গত বছর নভেম্বরেই স্বামীর এসইউভিতে জিপিএস সিস্টেম ইনস্টল করেছিলেন। সেই সময় তাঁর স্বামী তাঁকে বলেছিলেন, ব্যবসার কাজের জন্য তিনি বেঙ্গালুরু যাবেন। কিন্তু মহিলা জিপিএস- স্টিটেমের মাধ্যমে জানতে পারেন তাঁর স্বামী সেই সময় বেঙ্গালুরু নয় পুণেতে ছিলেন। 

মহিলা সেই সময় স্বামীকে ট্র্যাক করার জন্য হোটেল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেন। হোটেলের তরফে জাানান হয় এই ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে হোটেলে চেকইন করেছেন। মহিলার আরও জানিয়েছেন সিসিটিভির ফুটেজ পরীক্ষা করার পর দেখা যায় তাঁর স্বামী তাঁর আধার কার্ড দেখিয়ে অন্য মহিলাকে নিয়ে হোটেলে প্রবেশ করেছে। কিন্তু এই ব্যক্তি তারপর থেকেই বেপাত্তা। খোঁজ নেই তাঁর বান্ধবীরও। 

পুলিশ জানিয়েছে পলতক ব্যক্তি ও তাঁর বান্ধবীর বিরুদ্ধে প্রতারণাসহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। ওই ব্যক্তির স্ত্রী অভিযোগ দায়ের করেছে বলে সূত্রের খবর। মহিলা নিজেও স্বামী ও তার বান্ধবীর খোঁজ করছেন। কিন্তু এখনও পর্যন্ত তিনিও রয়েছেন অন্ধকারে। 

Facebook Live: ফেসবুক লাইভে অঝোরে কান্না, কথা বলতে বলতে আত্মহত্যা ব্যবসায়ীর

Aravali Biodiversity Park: সবুজের হাতছানি আর জঙ্গলের মেজাজ, দুটোই রয়েছে আরাবল্লি বায়োডায়ভার্সিটি পার্কে

Viral News: গ্যাং তৈরি করে স্বামীদের লুঠ, ২ বছরে ৭ বিয়ে ২৮এর তরুণীর
 

PREV
click me!

Recommended Stories

Today Live News: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
জয়শঙ্করের সামরিক বাহিনী নিয়ে মন্তব্যে ক্ষুদ্ধ পাকিস্তান, ভারতের বিরুদ্ধে বিবৃতি ইসলামাবাদের