করোনার উর্দ্ধমুখী গ্রাফ বর্তমান ভারতে। দেশে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৭০ হাজারের সীমারেখা। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশে করোনা সংক্রমণের শিকার ৭০,৭৫৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬০৪ জন। এই নিয়ে গত কয়েকদনি ধরে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই তিন হাজারের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে।
লকডাউন তোলার একমাস কাটতে না কাটতেই বিপত্তি, ফের করোনার গোষ্ঠী সংক্রমণ উহানে
ব্রিটেনে মৃতের সংখ্যা ছাড়াতে পারে এক লাখ, লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিলেন বরিস জনসন
করোনা তাড়াতে ভ্যাকসিন লাগবে না, বললেন ট্রাম্প, কোয়ারেন্টাইনে না থেকে হোয়াইট হাউসে পেন্স
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন ৮৭ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৯৩ জন। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪৬,০০৮ জন। এখনও পর্যন্ত মারণ ভাইরাসকে জয় করে সুস্থ হয়েছে ২২,৪৫৪ জন।
তবে এসবের মধ্যেও আশার খবর শুনিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। দেশে সুস্থ হওয়ার হার বেড়ে হয়েছে ৩১.১৪ শতাংশ। গত সপ্তাহে এই হার ছিল ২৬.৫৯ শতাংশ। তার তুলনায় এই সপ্তাহে হার অনেকটাই বেড়েছে।
এদিকে করোনা সংক্রমণে এখনও গোটা দেশের মধ্যে সবার প্রথমে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ২৩ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন ৮৬০ জনের বেশি। এরপরেই রয়েছে গুজরাত, আজাক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে এই রাজ্যে।