
ভারতের সঙ্গে কি সবরকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চাইছে বাংলাদেশ? চাল-ডাল-আলু-তেলের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের জন্য যে দেশ ভারতের মুখাপেক্ষী, তারা অন্য সব ক্ষেত্রে ভারতের সঙ্গে বৈরিতার মনোভাব নিয়ে চলছে। বিচার বিভাগেও ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের প্রভাব পড়ল। বাংলাদেশের নিম্ন আদালতের ৫০ জন বিচারক এবং বিচার বিভাগের আধিকারিকের ভারতে এসে প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল। কিন্তু মহম্মদ ইউনূস সরকার সেই প্রশিক্ষণ কর্মসূচির অনুমতি বাতিল করে দিয়েছে। বাংলাদেশের আইন মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, এর আগে এ বিষয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের বদলে এখন বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠা পাকিস্তানের কোনও আদালতে বাংলাদেশের বিচারপতিরা প্রশিক্ষণ নিতে যাবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ইউনূস সরকারের এই সিদ্ধান্তে ভারতের লাভই হচ্ছে। কারণ, বাংলাদেশের বিচারপতিদের প্রশিক্ষণের সব খরচই বহন করতে হত কেন্দ্রীয় সরকারকে। সেই খরচ বেঁচে গেল।
কেন বিচারকদের প্রশিক্ষণ কর্মসূচি বাতিল?
১০ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশের ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি ও স্টেট জুডিসিয়াল অ্যাকাডেমিতে বাংলাদেশের বিচারপতিদের প্রশিক্ষণ কর্মসূচি ছিল। বাংলাদেশের যে শিক্ষানবিশ বিচারকদের এই প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছিল, তাঁরা জেলা ও দায়রা আদালতের বিচারপতি বা আধিকারিক। এছাড়া অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক, জেলা আদালতের যুগ্ম বিচারক, সহকারী বিচারক, সিনিয়র সহকারী বিচারক। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশেই ভারতে বিচারকদের প্রশিক্ষণ কর্মসূচি বাতিল করা হয়েছে। কিন্তু কেন হঠাৎ এই প্রশিক্ষণ কর্মসূচির অনুমতি বাতিল করা হল তা স্পষ্ট নয়।
বাংলাদেশে অবিচার ও বৈষম্য
বাংলাদেশে এখন সংখ্যালঘুদের প্রতি অবিচার ও বৈষম্য হয়ে চলেছে। সরকারি পদ থেকে সংখ্যালঘুদের সরিয়ে দেওয়া হচ্ছে। আদালতেও বিচার পাচ্ছেন না সংখ্যালঘুরা। ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে। তবে তারপরেও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ হচ্ছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
হোটেলে খেতে এসে গরুর মাংস না পেয়ে কি উৎপাত! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাংলাদেশের ভিডিও
ভারত-বাংলাদেশের মধ্যে দেওয়া-নেওয়ার সম্পর্ক! প্রতিবেশী দেশের সম্পর্কে বড় কথা সেনা প্রধানের