মুসলিম চিকিৎসককে বোরখা পরতে দেখে মারধর-গালিগালাজ, পুলিশের জালে মার্কিন মহিলা

Indrani Mukherjee |  
Published : Sep 03, 2019, 01:56 PM IST
মুসলিম চিকিৎসককে বোরখা পরতে দেখে মারধর-গালিগালাজ, পুলিশের জালে মার্কিন মহিলা

সংক্ষিপ্ত

মার্কিন মহিলার হাতে অপদস্থ এক মহিলা চিকিৎসক মুসলিম চিকিৎসককে বোরখা পরতে দেখে মারধর-গালিগালাজ পুলিশের জালে মার্কিন মহিলা গোটা ঘটনার কথা জানানো হয়েছে মার্কিন দূতাবাসে

মার্কিন মহিলার হাতে অপদস্থ এক মহিলা চিকিৎসক। অভিযোগ পুনের এক মহিলা চিকিৎসক বোরখা পরার জন্য় তাঁকে অশ্লিল ভাষায় গালি গালাজ করেন এক মার্কিন মহিলা। তবে শুধু গালিগালাজই নয়, অভিযোগকারী ওই মহিলা চিকিৎসককে মারধরও করা হয় বলে অভিযোগ। 

পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন পুনে ক্যান্টনমেন্ট এলাকার ক্লোভার সেন্টার মার্কেটে কেনাকাটা করছিলেন ওই মহিলা চিকিৎসক-সহ আরও একজন মহিলা। মহিলা চিকিৎসকের দাবি, তাঁকে বোরখা পরে থাকতে দেখে তিনি মুসলিম কি না তা জিজ্ঞাসা করেন ওই মার্কিন মহিলা। এরপর তাঁর ধর্ম জেনেই তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে ওই মার্কিন মহিলা। 

চাঁদে নামতে তৈরি 'ল্যান্ডার বিক্রম', ছাড়াছাড়ি হল চন্দ্রযান ২-এর সঙ্গে, এরপর কী

পুঞ্চ-এ ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, দু'মাসে শহিদ ৬ ভারতীয় জওয়ান

কাবুলে ফের আত্মঘাতি বোমা হামলা, ঘটনার দায় স্বীকার তালিবান জঙ্গিদের

আরও সমৃদ্ধ সমর সম্ভার, বায়ুসেনার দখলে ৮টি নতুন আক্রমণকারী অ্যাপাচে হেলিকপ্টার

এখানেই শেষ নয়, এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক। সেই মোতাবেক পুলিশ তাঁকে আটক করতে গেলে ওই মার্কিন মহিলা পুলিশ কর্মীদেরও গালিগালাজ করে বলে অভিযোগ। ঘটনার পর গোটা বিষয়টি জানানো হয় মার্কিন দূতাবাসে। মার্কিন দূতাবাস থেকে কর্মীরা তাঁর সঙ্গে ফোন যোগাযোগ করলে তিনি তাঁদেরও হেনস্থা করেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মার্কিন মহিলা মানসিকভাবে অসুস্থ এবং সেই নিয়ে হাসপাতালে তাঁর চিকিৎসাও চলছে বলে খবর। পুলিশ আরও জানতে পেরেছে যে, তিনি পুনের কোন্ধওয়া এলাকায় একজন মুসলিম ব্যক্তির সঙ্গেই বসবাস করেন।  তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩২৩ এবং ৫০৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। 

PREV
click me!

Recommended Stories

'বাবরি মসজিদ হলে পরিণাম ভালো হবে না' হুমায়ুনকে চরম হুঁশিয়ারি শঙ্করাচার্যের
এনডিএ সাংসদদের জন্য মোদীর নৈশভোজ আয়োজন: আঞ্চলিক ও বাজরা সমৃদ্ধ মেনু