ফের উত্তপ্ত দিল্লির জেএনইউ, ছাত্র বনাম কর্মীদের সংঘর্ষে আহত বেশ কয়েকজন

স্কলারশিপের প্রাপ্য টাকা চাইতে গিয়ে কর্মচারীদের দুর্ব্যবহারের শিকার ছাত্ররা। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে তীব্র বাদানুবাদ পৌঁছে গেল ভয়াবহ সংঘর্ষে।

অশান্তির জেরে আবার উত্তপ্ত হয়ে উঠল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। প্রত্যেক বারের মতো এইবারের সংঘর্ষ ছাত্রপক্ষ বনাম ছাত্রপক্ষ নয়। এ বার সংঘর্ষে জড়ালেন ছাত্র সংগঠনের সদস্য বনাম বিশ্ববিদ্যালয় কর্মচারীদের একাংশরা।

সোমবার দুই সঙগঠনের ব্যাপক সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েক জন। শিক্ষার্থীদের দাবি যে, তাঁরা শান্তিপূর্ণভাবে বৃত্তির টাকা পাওয়ার দাবি তুলেছিলেন, যা প্রায় গত ২ বছরেরও বেশি সময় ধরে জেএনইউ কলেজের পক্ষ থেকে আটকে রেখে দেওয়া হয়েছে। সেই বৃত্তির (স্কলারশিপ) প্রাপ্য টাকা কর্তৃপক্ষের কাছে চাইতে গেলে কর্মচারীদের একাংশ অত্যন্ত দুর্ব্যবহার করেন কয়েক জন ছাত্রের সঙ্গে। ক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে ওই কর্মচারীদের মধ্যে শুরু হয় বাদানুবাদ। তারই জেরে গোলমাল বাধে। এবার কেবল বাম ছাত্র সংগঠনগুলিই নয়, তাদের পাশাপাশি সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকেও কলেজের বেশ কয়েক জন কর্মচারীর বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে।

Latest Videos

অন্য দিকে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়িয়ে পড়া কর্মচারীদের তরফ থেকে পালটা অভিযোগ তোলা হয়েছে যে, কয়েক জন ছাত্র এবং গবেষণা সহকারী কলেজের ভিতর উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অশান্তি বাধানোর চেষ্টা করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২০২২ সালের এপ্রিল মাসে রাম নবমীর উৎসবের দিনে জে.এন.ইউ-এর কাবেরী হস্টেলের ভিতর আমিষ খাওয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন বাম সংগঠন ও বিজেপি সমর্থক ছাত্ররা। আজ ফের কলেজের অভ্যন্তরে ছাত্র ও কর্মচারীদের ভিতরকার তিক্ত সম্পর্ক তীব্রভাবে প্রকাশ হয়ে পড়ল সংবাদমাধ্যমের সামনে।



আরও পড়ুন-
ফের নবান্ন অভিযানের ডাক বঙ্গ বিজেপির, ১৩ সেপ্টেম্বর কর্মসূচির সম্ভাবনা
সাবধান! আপনার ব্যক্তিগত তথ্য যদি থাকে ভারতীয় রেলের হাতে, তাহলে তা আর গোপন না-ও থাকতে পারে
কোন দেশে ধর্ষকদের বরণ করে এত মাতামাতি হয়! ১১ ধর্ষকের মুক্তির পর বিস্মিত বিলকিস বানোর স্বামী

Share this article
click me!

Latest Videos

‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার