একটি বানরের মাস্ক পরার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনরা রীতিমত প্রশংসা করেছেন বানরের।
এক বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। এখনও গোটা বিশ্ব করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে চলেছে। করোনার বিরুদ্ধে লড়াই প্রথম হাতিয়ারই হল মাস্ক। মাস্কের ব্যবহারে করোনার সংক্রমণ কম ছড়িয়ে পড়ে বলে প্রথম থেকেই সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা। এই অবস্থায় বিশ্বের বহু দেশের মত ভারতেও বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার। সেই মাস্কের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়া।
ভিডিওটিতে দেখা যাচ্ছে রাস্তায় বহু অযত্নে ধুলোয়ে গড়াগড়ি খাচ্ছে একটি মাস্ক। কিন্তু সেই মাস্কই হাতে তুলে নিয়েছে একটি পথচলতি বানর। এখানেই শেষ নয়। ২৭ সেকেন্ডের সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে বানরটি মাস্কটি মুখে পরেও নিয়েছে। তারপরই দুলকি চালে রাস্তা পার হয়ে যায়। রেক্স চ্যাপম্যান নামে এক ব্যবহারকারী টুইটারে ভিডিওটি আপলোড করেন। দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি। নেটিজেনরাও পছন্দ করেছেন। অনেকে আবার বলেছেন মানুষের থেকে অনেক বেশি স্মার্ট বানর।
'গ্রেফতার যথাযথ' মন্তব্য আদালতের, জামিন মিললেও আপাতত রেহাই নেই কেন্দ্রীয় মন্ত্রীর
জেলে বসেই কোটি কোটি টাকার তোলাবাজি, সুকেশ চন্দ্রশেখরের বাড়ি দেখে চোখ কপালে উঠল ED-র
হাস্যকর ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করেছেন। একজনতো বানরকে কিংবদন্তি বলেছেন। অনেকেই বানরের বুদ্ধির প্রশাংসা করেছেন। অনেকে আবার করোনাকালে মানুষেক থেকে পশু বেশি বিচক্ষণ বলেও মন্তব্য করেছেন।