হনুমানের কলা খাওয়া ভাইরাল নেট দুনিয়ায়, কারণ জানতে দেখুন ভিডিওটি

হনুমানের কলা খাওয়ার ভিডিও ভাইরাল
খোসা ছাড়িয়ে কলা খাচ্ছে হনুমান 
ইতিমধ্যেই হনুমানের ভিডিও দেখেছেন কয়েক লক্ষ মানুষ

Asianet News Bangla | Published : Jun 22, 2020 11:44 AM IST

মানুষের সঙ্গে অনেকটাই মিল রয়েছে হনুমানের। শিম্পাঞ্জিরা প্রাণি জগতে আমাদের নিকটতম আত্মীয়। গরিলা মানুষের মতই দুপায়ে ভর দিয়ে মাঝে মাঝেই হাঁটে। এটাতে অবাক হওয়ার মত কোনও বিষয় নেই। কিন্তু নেটদুনিয়ায় ভাইরাল হল একটি হনুমানের  কলা খাওয়ার ছবি। কিন্তু কেন?

সাধারণত কোনও হনুমান বা শিমপাঞ্জি কোনও ফলেরই খোসা ছাড়িয়ে খায় না। মোটের ওপর পুরো ফলটাই একসঙ্গে মুখে পুরে দিতে পারলে বাঁচে। কিন্তু ভাইরাল ভিডিওটিতে দেখা গেল সম্পূর্ণ অন্যছবি। এখানে একটি হমুনামটি একটি কলা খাচ্ছে। আর আমরা সবাই জানি কলা হমুমানের অত্যন্ত প্রিয় ফল। কিন্তু এক্ষেত্রে দোখা গেল কোনও তাড়া হুড়ো করেনি হনুমানটি। ধীরেসুস্থ কলার খোসা ছাড়িয়েছে। না তারপরেও কোনও তাড়াহুড়ো করেনি। কলার গায়ে লেগে থাকা আঁশও ধীরে ধীরে ছাড়িয়েছে হনুমানটি। তারপরই পরম শান্তিতে কামড় বসিয়েছে। যা সচারচর করে থাকে মানুষ। চোখ রাখুন সেই ভাইরাল হওয়া ভিডিওতে। 

এখনও পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন প্রায় ১২. ৪ মিনিয়ন মানুষ। কয়েক হাজার মানুষ মন্তব্য করেছেন। অনেকেই এই ভিডিওটি পছন্দ করেছেন। আবার আনেকেই এই ভিডিও নিয়ে বাড়াবাড়ি হচ্ছে বলেও মন্তব্য করেছেন। 

'অটোটেম্প' তৈরি করে তাক লাগাল কেরলের ছাত্র, করোনা লড়াই সহজ হবে বলেই দাবি ...

সোশ্যাল মিডিয়া তাঁকে 'হতাশ' করেছে, চরম পরিস্থিতি ঐক্যবদ্ধ থাকার আর্জি রতন টাটার

বিশেষ প্রশিক্ষিত পাহাড়ী ফৌজ মোতায়েন লাদাখে, চিনকে কড়া টক্কর দিতে প্রস্তুত ভারত ...
 

Share this article
click me!