Viral Video: পেট চালানোর তাগিদ, ছোট্ট ভাইকে কাঁধে নিয়েই ভ্যান চালাচ্ছে শিশু! ভাইরাল ভিডিও দেখে চোখে জল সবার

Published : Sep 18, 2023, 01:57 PM IST
viral video

সংক্ষিপ্ত

ছোট ভাইকে কাঁধের ওপর নিয়ে কোনওমতে বিশাল ভ্যানরিক্সাটি চালিয়ে নিয়ে চলেছে বড় দাদা। রোজগারের তাগিদ তাদের এমনই, যেখানে পেটের টান ভুলিয়ে দিয়েছে পড়াশোনার চাহিদা।

একদিকে খাবারের অভাব, তার ওপরে রয়েছে পুষ্টির অভাব। পড়াশোনা তো দূরের কথা, পর্যাপ্ত খাবারের অভাবেই ভারতে মারা যায় হাজার হাজার শিশু। পেট চালানোর তাগিদে ছোট্ট হাতেই কখনও ওঠে এঁটো বাসনের বোঝা, কখনও আবার ভ্যানরিক্সার হ্যান্ডেল। তেমনই এক দৃশ্য দেখে চোখে জল এসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। 

সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেটিতে দেখা যাচ্ছে যে, একটি ভ্যান রিক্সা সম্পূর্ণ মালে ভর্তি এবং চালকের আসনে বসে কোনও মতে প্যাডেল চালিয়ে সেটি টেনে নিয়ে চলেছে একটি আট -নয় বছর বয়সি শিশু। এখানেই শেষ নয়, পেটের তাগিদ রয়েছে তার ছোট্ট ভাইটিরও। 

চালক শিশুর কাঁধের সঙ্গে লেপটে রয়েছে আরও একটি ছোট্ট শিশু, তার বয়স প্রায় দুই অথবা তিন। ছোট ভাইকে কাঁধের ওপর নিয়ে কোনওমতে বিশাল ভ্যানরিক্সাটি চালিয়ে নিয়ে চলেছে বড় দাদা। রোজগারের তাগিদ তাদের এমনই, যেখানে পেটের টান ভুলিয়ে দিয়েছে পড়াশোনার চাহিদা। 
 


আরও পড়ুন- 

Ganesh Kartikeya Story: দাদা কার্তিকের সঙ্গে ব্যাপক ঝগড়া বেঁধে গেল দেবতা গণেশের, শিব-পার্বতী কী করলেন তারপর?
Weather News: ঘূর্ণাবর্তের দাপটে ফের বৃষ্টির ভ্রূকুটি! বিশ্বকর্মা থেকে গণেশ, কোনও পুজোই ছাড় পাচ্ছে না দুর্যোগ থেকে
সংসারে সমৃদ্ধি বাড়ানোর জন্য গণেশের মূর্তি রাখেন অনেকেই, কিন্তু সিদ্ধিদাতাকে ঠিক কীভাবে রাখলে তবেই ফিরবে সৌভাগ্য?
Ganesh Chaturthi: শিশুপুত্র গণেশের মাথায় কীভাবে এল হাতির মস্তক? জেনে নিন পুরাণের ভিন্ন ভিন্ন কাহিনী

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি