'আমি অস্ত্র পরিত্যাগ করেছি, এখন গান্ধীবাদী,' দাবি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী ইয়াসিন মালিকের

জম্মু ও কাশ্মীর বিচ্ছিন্নতাবাদীদের অন্যতম ইয়াসিন মালিক। তাঁর বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আছে। কিন্তু যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন এই বিচ্ছিন্নতাবাী নেতা।

Soumya Gangully | Published : Oct 5, 2024 8:20 AM IST / Updated: Oct 05 2024, 03:11 PM IST

জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ ও হিংসায় মদত দেওয়া ইয়াসিন মালিক নাকি গান্ধীবাদী। তিনি এমনই দাবি করেছেন। জম্মু অ্যান্ড কাশ্মীর লিবারেশন ফ্রন্ট-ইয়াসিনের (জেকেএলএফ-ওয়াই) দাবি, তিনি ১৯৯৪ সালেই অস্ত্র পরিত্যাগ করে অহিংসার পথ বেছে নিয়েছেন। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) ট্রাইব্যুনালে রীতিমতো হলফনামা জমা দিয়ে এই দাবি করেছেন ইয়াসিন। তাঁর দাবি, তিনি গান্ধীবাদের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার পক্ষে। যদিও কাশ্মীরের 'স্বাধীনতার' দাবি থেকে সরে আসতে নারাজ ইয়াসিন। তাঁর দাবি, ‘আমি অস্ত্র পরিত্যাগ করেছি। আমি এখন গান্ধীবাদী। আমি ঐক্যবদ্ধ, স্বাধীন কাশ্মীরের দাবি প্রচার করার লক্ষ্যেই হিংসার পথ পরিত্যাগ করেছি। আমি শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায় করতে চাই।’

ইয়াসিনের সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা উঠবে?

Latest Videos

ন'য়ের দশকের গোড়ায় কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার জন্য নিষিদ্ধ হয় জেকেএলএফ-ওয়াই। এখন ইউএপিএ ট্রাইব্যুনাল ইয়াসিনের সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন পর্যালোচনা করছে। সেই কারণেই নিজেকে গান্ধীবাদী, অহিংসার পথে বিশ্বাসী বলে দাবি করছেন এই বিচ্ছিন্নতাবাদী নেতা। তিনি হলফনামায় দাবি করেছেন, ন'য়ের দশকের গোড়ায় সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী তাঁকে আশ্বাস দিয়েছিলেন, অর্থবহ আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান হবে। তিনি অস্ত্র পরিত্যাগ করে শান্তির পথে ফিরলে তাঁর এবং জেকেএলএফ-ওয়াই-এর সদস্যদের বিরুদ্ধে যাবতীয় মামলা খারিজ করে দেওয়া হবে। কিন্তু সেটা হয়নি।

ইয়াসিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পক্ষে কেন্দ্র

ইয়াসিন ও তাঁর সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পক্ষে নয় কেন্দ্রীয় সরকার। এ বছরের ১৫ মার্চ এক বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র জানায়, ১৯৯৪ সালে সশস্ত্র প্রতিরোধের পথ থেকে সরে গেলেও সন্ত্রাসবাদে মদত দিয়ে গিয়েছেন ইয়াসিন। তিনি বরাবরই সন্ত্রাসবাদের সমর্থক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

১৯৮৯ সালের অপহরণ মামলায় ফের বিপাকে ইয়াসিন মালিক, চিহ্নিত করলেন মেহবুবার বোন রুবাইয়া

এক নজরে বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক, ভারত বিরোধিতার দুই দশকের টাইম লাইন

আরজি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে 'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান, রিপোর্ট গেল স্বরাষ্ট্র মন্ত্রকে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

শেষমেশ কাটলো আশঙ্কা! হাসপাতাল থেকে ছাড়া পেলেন Govinda! ধন্যবাদ জানালেন ডাক্তার ও ভক্তদের | Govinda
Mamata Banerjee Live: দক্ষিণ কলকাতার এক গুচ্ছ দুর্গাপুজোর উদ্বোধনে মমতা, দেখুন সরাসরি
ত্রাতার ভূমিকায় Bharati Ghosh! Ghatal-এর Mansuka বন্যা কবলিত মানুষদের পাশে সর্বভারতীয় মুখপাত্র
'শুধু পুজোটা যাক, এদের সব দুর্নীতি ফাঁস করব' কাদের উদ্দেশ্যে বললেন শুভেন্দু? Suvendu Adhikari
কুলতলির ঘটনায় গ্রেফতার ১, ঘটনাস্থলে আসেন ডি আই জি আকাশ মাঘারিয়া | Kultali Incident