রামধনুও বা আকাশগঙ্গা ছায়াপথও নয়, এ যেনও এক আলোর জাদু। নক্ষত্ররাই হয়তো বলতে পারবে এর আসল কারন।সাদা, লাল, হলুদ নানা মায়াবী আলোর রহস্যময়ভাবে ঘোরাফেরা করে নরওয়ের পুরো আকাশ জুরে। এটি হেসড্যালেন লাইট নামে পরিচিত। হঠাৎ স্ফুলিঙ্গ এর মত আলো আকাশে জলে উঠলে সত্যিই অবাক হয়ে যেতে হয়।
আরও পড়ুন, যেন এক অমোঘ টান, বোঝার আগেই টেনে নেয় সমুদ্রের অতলে, বারমুডা ট্রাই অ্যাঙ্গেল
তবে এমন ভৌতিক ঘটনা শুধু রাতের বেলা নয়, দিনেও দেখতে পাওয়া যায় নরওয়ের আকাশে। তবে দিনের চেয়ে রাতের আকাশ আরও বেশি রহস্যজনক।এমনিই যেখানে ৬ মাস দিন আর ৬ মাস রাত সেখানে সবকিছুই আরও বেশি কৌতূহল জাগায়।
আরও পড়ুন, পাকিস্তানের কাটাসরাজ আজও বিস্ময়, মহাদেবের চোখের জলে তৈরি পুকুর রয়েছে এই শিবমন্দিরে
আসলে বিজ্ঞানি এবং গবেষকেরা এখনও এই হেসড্যালেন লাইট এর আসল কারনটা খুঁজে পায় নি। কোনও অলৌকিক ঘটনা নয়, কিন্তু আবার বৈজ্ঞানিক ব্যাখ্যাও যে নেই। তাই এমন আলোর ছটা দেখে মন ভরলেও প্রশ্নটা মনে রয়েই যায়।