Covid 19: দশমীর আগেই সংক্রমণ কমল সারা বাংলায়, শীর্ষে কলকাতাই


দশমীর আগেই সংক্রমণ অনেকটাই কমল সারা বাংলায়। একদিনে শীর্ষ  সংক্রমণ সেই কলকাতাতেই,  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,   গত ২৪ ঘন্টায় কলকাতায় ১০২ জন।  

দশমীর আগেই সংক্রমণ অনেকটাই কমল সারা বাংলায়। একদিনে শীর্ষ  সংক্রমণ সেই কলকাতাতেই। (High Court) হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কোভিড বিধি মেনেই দুর্গা মায়ের পুজোয় মেতে উঠেছে সারা বাংলা। তবুও কোথাও যেনও হুঁশ নেই বাঙালির। মুখে মাস্ক পরে বেরোচ্ছে ঠিকই, কিন্তু কখন যে ভীড়ের মাঝে মাস্ক খুলে যাচ্ছে, তা কারও তেমন হুঁশ নেই। তাই বারবার সংক্রমণ কমে গিয়েও অগাস্ট - অক্টোবর ৪০০ থেকে ৮০০-র মধ্যেই ক্রমাগত ওঠা-নামা করেছে কোভিড গ্রাফ। উল্লেখ্য গত কয়েকদিন ধরে সুস্থতার হারও আটকে গিয়েছে। বৃহস্পতিবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন (WB Health Department Bulletin)অনুযায়ী,  রাজ্যে কোভিড সংক্রমণ বেড়ে ৫৩০ জন।  

আরও পড়ুন, আজ দশমীতে আকাশ মেঘলা, বিদায়ের সুরের মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস

Latest Videos

বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,   গত ২৪ ঘন্টায় বরাবরের মতোই কোভিড সংক্রমণে সবাইকে টপকে পেরোল কলকাতা । রাজ্যে কোভিড সংক্রমণ এবার ৫৩০ জনে এসে দাঁড়িয়েছে। তবে গত কয়েকদিন ধরেই একদিনে সর্বনিম্ন সংক্রমণ হয়েছে পুরুলিয়ায় ।  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,   গত ২৪ ঘন্টায় কলকাতায় ১০২ জন। তবে আগের থেকে কমেছে সংক্রমণ কলকাতায়। পাশাপাশি উত্তর ২৪ পরগণায় সংক্রমণ ১০০-র নীচে নেমেছে। স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,   গত ২৪ ঘন্টায়  উত্তর ২৪ পরগণায় সংক্রমণ ৯৭ জন। পুজো শেষের দিকে রাতারাতি নামল অবশেষে কোভিড গ্রাফ। দৈনিক সংক্রমণে তৃতীয় স্থানে এবার হুগলি। একদিনে ৬০ জন সেখানে কোভিডে আক্রান্ত হয়েছেন। চতুর্থ স্থানে হাওড়া। এখানে নতুন করে ৪১ জন আক্রান্ত হয়েছে।

 আরও পড়ুন, মমতাকে সমর্থন গোয়ার বিধায়কের, BJP-কে তোপ দেগে কংগ্রেসের বিরুদ্ধেও ক্ষোভ প্রসাদের

বৃহস্পতিবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে মোট  সংক্রমণের সংখ্যা ১৫,৭৯,০১২ জন। রাজ্যের কোভিডে একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের। একদিনে মৃত্যুতে শীর্ষে কলকাতা, উত্তর ২৪ পরগণা এবং হাওড়া। একানে ২ করে কোভিডে প্রাণ হারিয়েছেন। রাজ্যে এখনও কোভিডে মৃত্য়ু হয়েচে মোট ১৮৯৮৫ জন। কমেছে কোভিড জয়ীর সংখ্যা । পশ্চিমবঙ্গে একদিনে  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০১ জন।  বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫,৫২,৪৯১ জন।রাজ্যে  সুস্থতার হার একই জায়গায় দাঁড়িয়ে, বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,  ৯৮.৩২ শতাংশ।

আরও দেখুন, বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর