Crime: নৃশংস হত্যাকাণ্ড হরিদেবপুরে, গলার নলি কেটে খুন ব্যবসায়ীকে

Published : Sep 11, 2021, 11:29 AM IST
Crime: নৃশংস হত্যাকাণ্ড হরিদেবপুরে,  গলার নলি কেটে খুন ব্যবসায়ীকে

সংক্ষিপ্ত

পর্ণশ্রীর পর এবার নৃশংস হত্যাকাণ্ড হরিদেবপুরে। ব্যবসায়ীকে গলার নলি কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ।

পর্ণশ্রীর পর এবার নৃশংস হত্যাকাণ্ড হরিদেবপুরে। ব্যবসায়ীকে গলার নলি কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ। হরিদেবপুর থানা এলাকার রামনগরে লেদ কারখানায় মিলেছে প্রৌঢ় ব্যবসায়ীর রক্তাক্ত দেহ। রহস্য উণ্মোচন করতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে হরিদেবপুর থানার পুলিশ।

আরও পড়ুন, সবুজ সাথী সহ সরকারি প্রকল্প হাতে নিয়ে দুর্গা রূপে আর্বিভূত মমতা, দেখেই চটে লাল BJP

পুলিশ সূত্রে খবর, মৃত ওই বছর পঞ্চান্নর প্রৌঢ় ব্যবসায়ীর নাম  তপন দে। পরিবারের দাবি, শুক্রবার রাত ১১ টার পরেও তপন দে বাড়ি না ফেরায় চিন্তায় পড়েন তাঁর স্ত্রী। কারখানার পাশেই তাঁর বাপের বাড়ি। ফোন করে খোঁজ নেন সেখান থেকেই। পরে দে পরিবারের সদস্যরা সোজা যান ওই কারখানায়। আর তারপরেই প্রকাশ্য়ে আসে  নৃশংস খুনের দৃশ্য। খবর পৌছতেই সেই রাতেই ঘটনাস্থলে আসেন লালবাজারের হোমিসাইড শাখা। নিয়ে আসা হয় স্নিফার ডগকেও। তবে এত বয়েসে কেই বা তাঁকে এত নৃশংসভাবে খুন করতে পারে, ছিল কি কোনও পুরোনো প্রতিশোধ, নাকি কোনও দেনা-পাওনা রহস্য উণ্মোচন করতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

"

 আরও পড়ুন, শহরের ফুটপাতে দিন কাটাচ্ছেন বুদ্ধদেবের শ্য়ালিকা, খবর প্রকাশ্য়ে আসতেই রাজ্য জুড়ে আলোড়ন
অপরদিকে সদ্য পর্ণশ্রীতে মা-ছেলের খুনের ঘটনা ঘটেছে। তার এখন রহস্যভেদ করে ওঠাও হয়নি। তার মধ্যেই ফের শহরে নৃশংস হত্যাকাণ্ডে কার্যত আতঙ্ক ছড়াল এবার হরিদেবপুরে। পোস্টমর্টেম থেকে কোনও খবরের উৎস উঠে আসে কিনা, তারও অপেক্ষায় রয়েছে পুলিশ।
 

  আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?