Dilip Ghosh-'কে কবে উপনির্বাচন জিতেছে, জিততেই দেবে না কাউকে', BJP-র হারে বিস্ফোরক দিলীপ

রাজ্যের চারটি কেন্দ্র দিনহাটা, খড়দহ, শান্তিপুর এবং গোসাবাতে বড় ভোটের ব্যবধানে হেরে গিয়েছে বিজেপি। 'কে কবে উপনির্বাচন জিতেছে, জিততেই দেবে না কাউকে', ক্ষোভ উগরে বুধবার সকালে তৃণমূলের প্রতি ধিক্কার জানালেন দিলীপ ঘোষ।  

'কে কবে উপনির্বাচন (WB By Election 2021)জিতেছে, জিততেই দেবে না কাউকে', ক্ষোভ উগরে বুধবার সকালে তৃণমূলের প্রতি ধিক্কার জানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। উল্লেখ্য,রাজ্যের চারটি কেন্দ্র দিনহাটা, খড়দহ, শান্তিপুর এবং গোসাবাতে তৃণমূলের (TMC) কাছে বড় ভোটের ব্যবধানে হেরে গিয়েছে বিজেপি (BJP)। এরপরেই রাজ্যের শাসকদলকে কটাক্ষ করলেন বিজেপির এই বর্ষীয়ান নেতা (BJP Leader)।

আরও পড়ুন, Coronavirus- কোভিডে আচমকাই মৃত্যু ৮ জেলায়, উৎসবের মরশুমে ফের সংক্রমণ বাড়ল কলকাতা সহ রাজ্যে

Latest Videos

এদিন ইকোপার্কে প্রাতঃভ্রমণ করেতে এসে দিলীপ ঘোষ বলেছেন, 'নির্বাচনের সময় আলাদা কূটনীতি কাজ করে। নির্বাচনের পর স্বাভাবিক হয়। আমরা ২০২১-এ জেতার  পর তিনটে বাই ইলেকশনে হেরেছিলাম। কিন্তু জেনারেল ইলেকশনে জিতেছি। এরই সঙ্গে তিনি বলেন, কর্মীরা পার্টির আদর্শের জন্য কাজ করে। উপনির্বাচনটা ব্যতিক্রম। সব জায়গায় তাই হয়েছে। কে কবে উপনির্বাচন জিতেছে। জিততেই দেবে না কাউকে। নির্বাচন করতে দেওয়া হচ্ছে না। আমাদের প্রার্থীকে বাধা দেওয়া হয়েছে, ভোটটা পর্যন্ত দিতে দেওয়া হচ্ছে না। যেভাবে নির্বাচন হচ্ছে, তাতে আগামীদিনে এমন হবে একটাই প্রার্থী হবে, আর সেই প্রার্থীকেই ভোট দেবে সবাই। এক প্রার্টি গণতন্ত্র হয়ে যাবে। বাকিরা কেউ নির্বাচন লড়তে পারবে না।  তৃণমূল সমস্ত ভোট পাবে। দিলীপ ঘোষ ক্ষোভ উগরে দিয়ে আরও বলেছেন, গত পৌর নির্বাচনে বিধাননগরে সকাল ৬ টার মধ্যে ভোট শেষ হয়ে গিয়েছে। ভোট লুট হয়েছে। কলকাতা পুরসভাতেও ঠিক একইভাবে হয়েছে। তারকেশ্বর বা আরামবাগে কাউকে কেন্দ্রে ঢুকতেই দেওয়া হয়নি। বিনা কনটেস্টে নির্বাচন হয়েছে। পরবর্তীকালে সেটা পঞ্চায়েতেও হয়েছে। সেদিকেই যাচ্ছে বাংলার রাজনীতি। এরই মধ্য়ে আমাদের লড়তে হবে।'

আরও পড়ুন, Weather- পারদ নেমে শীতের আমেজ বাড়ল কলকাতায়, তুষারপাতের সম্ভাবনা হিমাচল প্রদেশে

 প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্যের চারটি কেন্দ্র দিনহাটা, খড়দহ, শান্তিপুর এবং গোসাবাতে বড় ভোটের ব্যবধানে হেরে গিয়েছে বিজেপি। এদিকে রেকর্ড ভোটে জয় এনেছে তৃণমূল।খড়দায় ৯৩,৮৩২ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, গোসাবায় ১,৪১,৮৯৩ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মন্ডল, শান্তিপুরে ৬৩,৮৯২ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী    এবং দিনহাটায় ১,০৬৩,০৫ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। এই ফলপ্রকাশের পর রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও কারচুপি বলে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন, রাজ্য়ে নির্বাচন করার মতো পরিস্থিতি ছিল না। বিজেপির বহু কর্মী এখনও ঘরছাড়া। তাই যা হওয়ার তাই হয়েছে। দিনহাটার মার্জিন দেখলে সহজেই বোঝা যায়, সেখানে কী হয়েছে বলে কটাক্ষ করেন রাজ্য বিজেপির সভাপতি। তিনি আরও বলেছেন, মমতা বন্দ্য়োপাধ্যায়ও একা তৃণমূলের সাংসদ ছিলেন। সেখান থেকে তিনি ক্ষমতার পৌছেঁছিলেন। সুতরাং রাজনীতিতে হতাশা বলে কিছু হয়না। মমতার বোধহয় সে সময় ২৯ জন বিধায়ক ছিলেন। তাঁর চেয়ে আমরা ভাল জায়গায় আছি। এদিন তিনি দিনহাটার উপনির্বাচনের ফলাফল নিয়ে ব্যঙ্গ করেন বলেছেন, ওখানকার ফলাফলই বলে দিচ্ছে কী হয়েছে। একটা উপনির্বাচনে মার্জিন এক লাখ ৪০ হাজার। ওখানে কী হয়েছে সেটা সবাই জানে। কেউ বোকা নয়।'

আরও দেখুন, বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি