'উপনির্বাচনে বাবুলের দলবদলের প্রভাব পড়বে না', সাতসকালে চেতলায় প্রচারে বেরিয়ে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীকে তোপ দাগলেন দিলীপ ঘোষ। রবিবারের সকালে ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের হয়ে চেতলা বাজারে প্রচারে যান বিজেপি রাজ্য সভাপতি।
'উপনির্বাচনে বাবুলের দলবদলের প্রভাব পড়বে না', সাতসকালে চেতলায় প্রচারে বেরিয়ে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীকে তোপ দাগলেন দিলীপ ঘোষ। রবিবারের সকালে ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের হয়ে চেতলা বাজারে প্রচারে যান বিজেপি রাজ্য সভাপতি।
আরও পড়ুন, 'বাবুলের তৃণমূল যোগ-অর্পিতার ইস্তফা', তৃণমূলের ত্রিকোণমিতি মেলালেন অনুপম হাজরা
প্রসঙ্গত, একই রাজনৈতিক দল হলেও দিলীপ এবং বাবুল সুপ্রিয়কে বরাবরাই পুরোপুরি উল্টোপথের পথিক হিসাবে দেখে এসেছে রাজ্য। বারংবার তা দিলীপ ঘোষের প্রতিক্রিয়া থেকেই তা আঁচ পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিত্ব যাবার পরই যখন বাবুল সুপ্রিয় রাজনীতি ছাড়ার কথা বলেছেন। তখন দিলীপ ঘোষের মুখে শোনা গিয়েছে, 'উনি রাজনীতিটা করলেন কবে।' তবে রাজনীতি না করলেও বাবুল দৃঢ় প্রতিজ্ঞ থেকে যাবতীয় প্রচার থেকে নিজেকে সরিয়ে রাখেন। মনখারাপ এতটাই হয় যে তিনি উপনির্বাচনের প্রচারে সেলেবদের নাম ব্যানারে প্রিন্ট হয়ে যাবার পরেও এড়িয়ে গিয়েছেন। যাননি নিজের আইনজীবী তথা ভবানীপুরে উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের প্রচারেও। এদিকে আচমকাই ঘর বদল। তাই ফের রবিবারের সকালে চেতলায় ভোটের প্রচারে গিয়ে বাবুল সুপ্রিয়কে পলিটিক্যাল ট্যুরিস্ট বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।
আরও পড়ুন, Suicide Case: মা উড়ালপুল থেকে মরণঝাঁপ প্রৌঢ়ের, বাইক-চটি অক্ষত, তদন্তে নামল পুলিশ
বিজেপি রাজ্য সভাপতির দাবি,'দলে বা উপনির্বাচনে বাবুলের দলবদলের প্রভাব পড়বে না।' তবে একইসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, শনিবার বৃষ্টির পূর্বাভাস থাকলেও, বাবুলের দলবদল নিয়ে আগাম খবর ছিল না দলের কাছে। এদিন ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিব্রেওয়ালের হয়ে চেতলা বাজারে প্রচারে যান বিজেপি রাজ্য সভাপতি। চেতলায় চায়ের আসরে চলে জনসংযোগ। এরপর শেক্সপিয়র সরণিতে প্রচার করেন দিলীপ ঘোষ। তবে মমতা চাইলে কি শেষ অবধি প্রিয়ঙ্কার বিরুদ্ধে প্রচারে নামতে দেখা যাবে বাবুলকে, প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা