বাংলার উপনির্বাচনের প্রচারে ঝড় তুলবেন অসমের মুখ্যমন্ত্রী সহ ২০, কমিশনকে নাম পাঠাল BJP

পুজো পেরোলেই ৪ কেন্দ্রে উপনির্বাচন। আসন্ন উপনির্বাচনের প্রচারে বিজেপি নেতাদের নামের তালিকা লিখে মুখ্য নির্বাচন কমিশনারকে  পাঠাল গেরুয়া শিবির । উল্লেখ্য,  শান্তিপুর, খড়দহ, গোসাবা,দিনহাটা এই চার বিধানসভা কেন্দ্রে ভোট হবে ৩০ অক্টোবর। 

Asianet News Bangla | Published : Oct 8, 2021 8:25 AM IST / Updated: Oct 08 2021, 02:02 PM IST

পুজো (Durga Puja 2021)পেরোলেই ৪ কেন্দ্রে উপনির্বাচন (By Election)। আসন্ন উপনির্বাচনের প্রচারে বিজেপি নেতাদের নামের তালিকা লিখে (Election Commission) নির্বাচন কমিশনকে পাঠাল গেরুয়া শিবির (BJP)। উল্লেখ্য,  শান্তিপুর, খড়দহ, গোসাবা,দিনহাটা এই চার বিধানসভা কেন্দ্রে ভোট হবে ৩০ অক্টোবর। 

আরও পড়ুন, Sabyasachi Dutta: 'একজায়গায় বসতে পারবো না', সব্যসাচী ফিরতেই ক্ষুব্ধ সুজিত, কী বার্তা ফিরহাদের

আসন্ন উপনির্বাচনের প্রচারে বিজেপি নেতাদের নামের তালিকা লিখে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রকে (Chief ELection Commissioner)পাঠাল গেরুয়া শিবির (BJP)। এই তালিকায় রয়েছেন হেভিওয়েট ২০ জন বিজেপি নেতা। তালিকার শুরুতেই প্রথম তিনজনের মধ্য়ে নাম রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। গত নির্বাচনের মত এবারেও উপনির্বাচনে প্রচার চালাবেন স্মৃতি ইরাণী। বিজেপির প্রচারে প্রথম দশজনের নামের তালিকায় রয়েছেন অমিতাভ চক্রবর্তী, রাহুল সিনহা, সুভাষ সরকার, জন বার্লা, শান্তনু ঠাকুর এবং নিতীশ প্রামাণিকের মতো হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীরাও। বাকি দশজন বিজেপি নেতাদের মধ্য়ে রয়েছেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, গিরীরাজ সিংহ, প্রতিমা ভৌমিক, দেবশ্রী চৌধুরী, রুপা গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায় , মাজুফা খাতুন।

আরও পড়ুন, Durga Puja: পকসো মামলায় কয়েদি শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে

প্রসঙ্গত,  শান্তিপুর, খড়দহ, গোসাবা,দিনহাটা এই চার বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই চুল চেরা বিশ্লেষণ করে প্রার্থী বসিয়েছে বিজেপি। শান্তিপুরে বিজেপির হয়ে ভোটযুদ্ধে লড়ছেন নিরঞ্জন বিশ্বাস। খড়দহে লড়ছেন জয় সাহা , গোসাবায় লড়ছেন পলাশ রাণা। দিনহাটায় বিজেপি প্রার্থী হয়ে লড়ছেন অশোক মন্ডল। প্রার্থীদের নাম ঘোষণা তৃণমূল এবং বামেদের পরে করেছে বিজেপি। শুরু হয়ে গিয়েছে নমিনেশন জমা দেওয়ার পালা। কারণ শুক্রবারই এই উপনির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। এইমাত্র পাওয়া খবরে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন খড়দহ বিজেপির প্রর্থী জয় সাহা। তাঁর সঙ্গে রয়েছেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং।

আরও দেখুন, বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

Read more Articles on
Share this article
click me!