Narada Case-ফের পিছিয়ে গেল নারদ মামলার শুনানি, কী কারণে আরও সময় চাইছে CBI

ফের পিছিয়ে গেল নারদ মামলার শুনানি।  কী কারণে গতি কমাতে চাইছে সিবিআই।

Asianet News Bangla | Published : Aug 16, 2021 8:11 AM IST / Updated: Aug 16 2021, 01:46 PM IST


ফের পিছিয়ে গেল নারদ মামলার শুনানি। তবে উঠে এল নয়া প্রশ্ন। নারদ মামলায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়, কল্যাণ বন্দ্য়োপাধ্যায় এবং মলয় ঘটককে কেন যুক্ত করা হয়েছে, এনিয়ে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে রিজয়েণ্ডার দিল রাজ্য।

আরও পড়ুন, 'ত্রিপুরায় ওদের আগেই খেলা শুরু', 'খেলা হবে দিবস'-এ চুটিয়ে ফুটবল খেললেন দিলীপ ঘোষ

নারদ মামলায় ইতিমধ্য়েই জামিনে মুক্ত চার নেতা-মন্ত্রী। মামলা অন্যত্র স্থানান্তরের বিষয়টি নিয়ে সোমবার, প্রায় ১ মাস পর শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সিবিআইয়ের তরফে মামলাটি পিছিয়ে দেওয়ার আবদেন জানানো হয় ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে। আদালতের কাছে ১০ দিন সময় চান সিবিআই-র আইনজীবীরা। এবং তা মঞ্জুরও হয়েছে। তাই ফের আরও ৪ সপ্তাহ পিছিয়ে গিয়েছে নারদ মামলার শুনানি। যদিও এর বিরোধিতা করেছেন কল্যাণ বন্দ্য়োপাধ্যায়। সিবিআই-এর আইনজীবীকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছেন, 'সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মামলায় শুনানিতে অতিরিক্ত সময় দেওয়া যাবে না। তাই এবার আবেদন গ্রহন করা হলেও আর ব্রেক নেওয়া হবে না।' 

"
 আরও পড়ুন, 'অটলজি আমাদের হৃদয়ে আছেন', বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির
 প্রসঙ্গত, ১৭ মে নারদকাণ্ডে গ্রেফতার  হয়েছিলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। তাঁদের মুক্তির দাবিতে সিবিআই দফতর নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকররা। নিজাম প্যালেসে যান মুখ্যমন্ত্রীও। সেখানে গিয়ে ধরনায় বসেছিলেন তিনি। 'আমাকে গ্রেফতার করুন' বলেও কথা শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। ধরনা শেষে প্রায় ৬ ঘণ্টা পরে তিনি নিজাম প্যালেস থেকে বেরিয়েছিলেন। এরপর জল গড়ায় অনেকদূর। তবে সোমবারের পর প্রশ্নটা রয়েই গেল, আচমকা কেন হাই প্রোফাইল মামলা নিষ্পত্তির বদলে গতি কমিয়ে দিল সিবিআই।

 আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 


 
 

Share this article
click me!