মহিলা যাত্রীর করোনা উপসর্গ, বাস নিয়ে সোজা বেলেঘাটা আইডিতে ঢুকে পড়ে চালক

Published : Mar 26, 2020, 05:26 PM IST
মহিলা যাত্রীর করোনা উপসর্গ, বাস নিয়ে সোজা বেলেঘাটা আইডিতে ঢুকে পড়ে চালক

সংক্ষিপ্ত

বাসে উঠে মহিলা যাত্রীর ঘনঘন কাশি  বাস নিয়ে সোজা হাসপাতালে যান চালক   এদিকে পরীক্ষা করাতেই নারাজ ওই মহিলা  প্রায় আট ঘণ্টা বোঝানোর পর তিনি নামেন 

বাসের উঠেই এক মহিল যাত্রীর ঘনঘন কাশির আওয়াজ শুনে তাঁকে সরকারি বাসে নিয়ে বেলেঘাটা আইডিতে সোজা চলে এলেন চালক৷ কিন্তু বাস থেকে নেমে হাসপাতালে পরীক্ষা করাতেই চাইছিলেন না ওই মহিলা৷ চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা এসে হাতজোড় করে অনুরোধ করলেও বাস থেকে নামতে রাজি হননি তিনি৷  শেষমেষ প্রায় আট ঘণ্টা পর অনেক বুঝিয়ে ওই মহিলাকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

আরও পড়ুন, কলকাতায় করোনায় আক্রান্ত আরও ১, রাজ্য়ে সংখ্যা বেড়ে এবার ১০

বৃহস্পতিবার দিন সকাল   ওই সন্দেহভাজন মহিলাযাত্রীকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস বেলেঘাটা আইডি হাসপাতালে ঢুকে পড়ে৷ বাসটি বরাকর থেকে ধর্মতলা আসছিল৷ বাস চালক জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ বরাকর থেকে কলকাতাগামী বাসটিতে ওই মহিলা যাত্রী ওঠেন৷ বাসচালক জানান, বিশেষ ওই সরকারি বাসটিতে ওই যাত্রীকে নিয়ে কলকাতায় নিয়ে আসার জন্য স্থানীয় প্রশাসন থেকেই তাঁকে নির্দেশ দিয়েছিল৷  চালকের  দাবি,  ওই মহিলার বাড়ি বেহালায় ৷ তিনি লখনউতে নিজের কর্মস্থল থেকে ফিরছিলেন৷

আরও পড়ুন, এবার করোনা হাসপাতাল রাজারহাটে, থাকছে একাধিক চিকিৎসক সহ ৫০০টি বেড

অভিযোগ, বাসে ওঠার পর থেকেই ওই মহিলা কাশছিলেন৷ তা দেখেই সন্দেহ হয় বাস চালকের৷ এর পর কলকাতার ধর্মতলায় পৌঁছনোর পরেই বাসচালক পুলিশকে ওই মহিলার কথা জানান৷ এর পরেই পুলিশের পরামর্শ অনুযায়ী ওই বাস নিয়ে চালক সোজা বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে চলে আসেন৷l করোনা রুখতে নজিরবিহীন ঘটনা ঘটালেন ওই বাস চালক। 

আরও পড়ুন, গমগম করা ভিক্টোরিয়া যেন একেবারে ভুতুড়ে বাড়ি, খাঁ খাঁ করছে গোটা চত্বর, দেখুন ভিডিও

PREV
click me!

Recommended Stories

বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে