ডালহৌসিপাড়ার ৭০ বছরের পুরনো বহুতলে আগুন, পুড়ে ছাই একাধিক দোকান-অফিস

  •  গভীর রাতে ডালহৌসি পাড়ার বহুতলে আগুন লাগে 
  •  ভস্মীভূত বেশ কয়েকটি দোকান ও অফিস 
  • মিটার বক্স ফাটার শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে 
  •  ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ -দমকলের ৪ টি ইঞ্জিন 

Asianet News Bangla | Published : Aug 30, 2020 5:43 AM IST / Updated: Aug 30 2020, 02:46 PM IST


শুভজিৎ পুততুন্ডঃ-  গভীর রাতে ডালহৌসি পাড়ার বহুতলে আগুন লাগে। ভস্মীভূত বেশ কয়েকটি দোকান ও অফিস। খবর পেয়ে ঘটনাস্থলে রোডে পৌঁছয় পুলিশ এবং দমকলের ৪ টি ইঞ্জিন। তবে  দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুন, পাশের পরেও পরীক্ষা নিয়ে চিন্তায় বহু পড়ুয়া, সোমবার বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী
 
সূত্রের খবর, ৩০ অগাস্ট রাত আড়াইটে নাগাদ ৫৩, নেতাজি সুভাষ রোডের চারতলা বাড়ির একতলায় আগুন লাগে। এলাকার বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। দরজা ভেঙে ভেতরে ঢুকে জল দিতে থাকেন তাঁরা। খবর পেয়েই ঘটনাস্থলে আসে হেয়ারস্ট্রিট থানার পুলিস এবং পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ৭০ বছরের পুরনো ওই বাড়িতে প্রায় চল্লিশটি অফিস ও দোকান ছিল। ওই বাড়িতে একজন কেয়ারটেকার থাকলেও তাঁকে সময়মতো উদ্ধার করা সম্ভব হয়। এরপরে হঠাৎ মিটার বক্স ফাটার শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে  দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুন, শুধু কলকাতেই করোনা নিয়ে মোট মৃত্যু ১,২৬১ জনের, নতুন করে আক্রান্ত ৪৭০ জন, দেখুন ছবি

উল্লেখ্য় এর আগেও কসবা, কেষ্টপুর,  কাকুড়গাছি, আনন্দপুর, পার্কসার্কাস, রাজাবাজার, কসবা একের পর এক জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে।  যার জেরে এখন রীতিমত সতর্ক প্রশাসন। আর সে জন্য সম্প্রতি ফায়ার রোবটের উদ্ভোধন করেছেন দমকল মন্ত্রী সুজিত বসু।
 

 

    

 

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

Share this article
click me!