চেতলা রাখি সঙ্গের মাঠে রাখি উৎসবে এসে রবিবার জাতীয় পতাকা উত্তোলন করলেন ফিরহাদ হাকিম। 'বাংলাকে ভাগ করার চেষ্টা করছে বিজেপি', ফের বহিরাগত বলে তোপ ফিরহাদের।
'বাংলাকে ভাগ করার চেষ্টা করছে বিজেপি', ফের বহিরাগত বলে তোপ ফিরহাদের। রবিবার চেতলা রাখি সঙ্গের মাঠে রাখি উৎসবে এসে মোদী সরকারকে এমনভাবেই আক্রমণ করলেন কলকাতা পুরসভা মুখ্য প্রসাশকফিরহাদ হাকিম।
আরও পড়ুন, রাখি বন্ধন উৎসবে সামিল TMC-BJP, দেশবাসীকে শুভেচ্ছা মোদী-মমতার
চেতলা রাখি সঙ্গের মাঠে রাখি উৎসবে এসে রবিবার জাতীয় পতাকা উত্তোলন করলেন ফিরহাদ হাকিম। পাশাপাশি ছোটো ছেলে মেয়েদের কাছে রাখি পরে রাখি উৎসব এর সূচনা করলেন ফিরহাদ হাকিম। এদিন তিনি বললেন,' আমরা বাংলাতে সব জাতি নির্বিশেষে এক সঙ্গে থাকব। কিন্তু এখন যে দলটা এসেছে তারা বাইরে থেকে এসেছে এরা বাংলার কৃষ্টি-সংস্কৃতি জানে না। তাঁদের কাছে যদি আমরা আসা করি, তাঁদের মনে বাঙালি সমন্ধে ভালোবাসা থাকবে থাকবে না। উত্তরবঙ্গ নিয়ে তবে সারা ভারতবর্ষের ক্ষতি হচ্ছে। রাজনৈতিক লাভ করবার জন্য আমরা কেউ থাকব না। একদিন কিন্তু ভারতবর্ষ থাকবে। এই রাজনৈতিক স্বার্থের জন্য ভারতবর্ষ ভাগ হয়েছে। তাই আমরা চাই না ভারতবর্ষ আবার ভাগ হোক। আমরা সবাই ভাই-বোন। ভারতবর্ষে একসঙ্গে থাকতে চাই। বাংলা থেকে যেহেতু কিছু পায়নি বিজেপি, তাই বাংলাকে ভাগ করার প্রচেষ্টা করছে। যাতে উত্তরবঙ্গের মতো আলাদা চিফ মিনিস্টার করতে পারে। কিন্তু এটা হবে না। বাংলা এক থাকবে।' প্রসঙ্গত, শনিবার বাংলা ভাগের জন্য মমতা বন্দ্য়োপাধ্যায়কেই দায়ী করেছেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, 'জঙ্গলমহল ও উত্তরবঙ্গ যদি পৃথক রাজ্য হয় তাহলে তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুই এলাকার উন্নয়ন হয়নি। কেন জঙ্গলমহলে এখনও মানুষ শালপাতা, কেন্দুপাতা বিক্রি করে। কেন দুই জায়গা থেকেই মানুষ অন্য রাজ্যে কাজের জন্য যাচ্ছেন। আমরা যখন পাহাড়ে গোর্খাদের সঙ্গে জোট করেছিলাম, তখন আমরা বিচ্ছিন্নতাবাদী। কিন্তু গোর্খাল্যান্ডের দাবীকে জিইয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'
আরও পড়ুন, রাখিতেও হিট মোদী-মমতা, কোভিডে প্রথম লাভের মুখ দেখছেন বিক্রেতারাও
ফিরহাদ আরও বলেছেন, 'বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ এক সময় লড়েছিলেন। এখন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে আমরা লড়ছি। বিজেপি যদি রাখি উৎসব পালন করে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। সায়ন্তন ঘোষের বক্তব্য়ে বললেন ,'কাউকে তালিবান বললে, সে তালিবান হবে না। তালিবানের মতো ব্যবহার করলে তারা তালিবান হবে।'
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস