অমিত শাহ শহরে আসতেই CAA ইস্যুতে পড়ল শান, বিতর্ক উসকে কী বললেন কৈলাশ

  • স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে নাগরিকত্ব আইন প্রসঙ্গও উঠবে
  • আইন হলেও এখনও দেশজুড়ে সেভাবে কার্যকর হয়নি 
  •  'এই বিষয়ে কাজ এগোনোর চেষ্টা চালাচ্ছি আমরা'
  •  ফের বিতর্ক উসকে ঝড় তুললেন কৈলাশ বিজয়বর্গীয় 
     

Asianet News Bangla | Published : Nov 4, 2020 10:20 PM IST / Updated: Nov 05 2020, 05:05 AM IST

 অমিত শাহ শহরে আসতেই নাগরিকত্ব ইস্যুতে ফের বিতর্ক উসকে ঝড় তুললেন কৈলাশ বিজয়বর্গীয়। নাগরিকত্ব বিল নিয়ে আইন হয়ে গেলেও এখনও দেশজুড়ে সেভাবে কার্যকর হয়নি। এই নিয়ে বিজেপির নেতারা দলের ভিতরে ক্ষোভও প্রকাশও করেছেন। তারই এক ঝলক ফের দেখা গেল বুধবার বিজয়বর্গীয়ের কথায়।

 

আরও পড়ুন, কলকাতায় এলেন অমিত শাহ, বেরোনোর ১৫০ মিটারের মধ্যেই আগুন

 

 

' সিএএ-র বিরুদ্ধে কোর্টে পিটিশন'


বুধবার কৈলাস বিজয়বর্গীয় বলেন, আমাদের সরকার সততার সঙ্গে সিটিজেনশিপ অ্যাক্ট (সিএএ) পাশ করিয়েছে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য। কিন্তু  সিএএ-র বিরুদ্ধে কোর্টে পিটিশন রয়েছে।' তিনি আরও বলেন, 'আমরা আশাবাদী, করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই এই বিষয়ে কাজ এগোনোর চেষ্টা চালিয়ে নিয়ে যাচ্ছি আমরা।'

আরও পড়ুন, বাংলার ২ লক্ষ ছেলে-মেয়ের কর্মসংস্থান-সহজে ব্যাঙ্ক ঋণ, একুশের আগে বড় ঘোষণা মমতার

 

 

'কেন নাগরিকত্ব আইন কার্যকর হচ্ছে না'

অপরদিকে, এখনও কেন নাগরিকত্ব আইন কার্যকর হচ্ছে না, এ নিয়ে কিছু দিন আগেই চিঠি লিখেছিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বিজেপি সূত্রে খবর, এই  সফরে রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে একান্ত বৈঠক করার কথা রয়েছে অমিত শাহের। সেই বৈঠকে নাগরিকত্ব আইন প্রসঙ্গও উঠবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন, বিদায় নিলেন পুরুলিয়ার 'দাবাং' জেলা শাসক রাহুল মজুমদার, আচমকা বদলি ঘিরে জোর জল্পনা

Share this article
click me!