৮ জুন থেকে কলকাতায় কী কী পরিষেবা চালু, জেনে নিন বিস্তারিত

  •  লকডাউন ৫ এর সঙ্গে চলছে আনলক ১
  • তাই অনেক কিছুতেই ছাড় দেওয়া হয়েছে 
  •  অফিসে ৭০ শতাংশ কর্মী কাজ করতে পারবেন  
  • জানুন, সোমবার ৮ জুন থেকে কী কী খুলছে 

Ritam Talukder | Published : Jun 8, 2020 4:49 AM IST


লকডাউন শিথিলের সঙ্গে সোমবার  ৮ জুন থেকেই শহরে খুলছে একাধিক পরিষেবা। তবে সেই সকল ক্ষেত্রে প্রত্যেকদিন স্যানিটাইজ করা, সামাজিক দূরত্ব,সমস্ত কিছুই মেনে চলতে হবে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷ 

আরও পড়ুন, পারদ নেমে স্বস্তি ফিরল শহরে, সোমবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস


সোমবার ৮ জুন থেকে কী কী পরিষেবা চালু হচ্ছে জেনে নেওয়া যাক। কলকাতা মেডিক্য়ালের আউটডোর, শহরের সব শপিংমল,হোটেল,রেস্তোরাঁ, বেসরকারি অফিস, দোকান, বাজার। একাধিক ধর্মস্থান সহ ব্যান্ডেল চার্চ। তবে শুধুমাত্র প্রার্থনার জন্য খোলা হবে গির্জা৷ তবে এক সঙ্গে ১০ জনের বেশি প্রবেশ করতে পারবেন না৷ তবে এখনই খুলছে না স্কুল,কলেজ,শিক্ষা প্রতিষ্ঠান।  খুলছে না বার,সিনেমা,জিম,সুইমিং পুল। চলবে না মেট্রো। প্রসঙ্গত,আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ৮ জুন থেকে সমস্ত সরকারি ও বেসরকারি অফিসে ৭০ শতাংশ লোকবল নিয়ে কাজ শুরু হবে। তবে অবশ্যই মানতে হবে সমস্ত নিয়ম।করোনা আবহে হোটেল, রেস্তোরাঁ ও শপিং মলের ক্ষেত্রে মেনে চলতে হবে কিছু নিয়ম৷ রেস্তোরাঁয় যত আসন, তার ৫০ শতাংশ সংখ্যক মানুষ বসে খেতে পারবেন একসঙ্গে৷ কোভিড ১৯ সংক্রান্ত সমস্ত নিয়ম ও গাইডলাইন লেখা পোস্টার, ছবি সেঁটে রাখতে হবে৷

আরও পড়ুন,করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

 অপরদিকে,  স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ৮ জুন, সোমবার থেকে মেডিক্যাল কলেজের আউটডোর খুলে যাবে। এদিকে মেডিক্যাল কলেজে এখনও অসংখ্য় কোভিড আক্রান্ত ভর্তি।  আউটডোর খুললেই লম্বা লাইন পড়বে। তাই সংক্রমণ ছড়ানো আশঙ্কা থেকেই যায়। তাই এর সমাধানে ইতিমধ্য়েই বৈঠকে করেছেন কর্তৃপক্ষ। কলকাতা পুরসভায় সোমবার ৮ জুন থেকে ১০০ শতাংশ কর্মীর উপস্থিতি বাধ্যতামূলক। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুরসভা।  সোমবার থেকে কলকাতা পুরসভার সব বিভাগেই সব ধরনের কাজ শুরু হয়ে যাচ্ছে। সেই কারণেই বিভাগগুলির আধিকারিক ও কর্মীদের হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার থেকে  হরের সমস্ত শপিং মল খুললেও এখনই শিশুদের নিয়ে সেখানে প্রবেশ করা যাবে না। ক্রেতার শরীরের তাপমাত্রা মাপা হবে থার্মাল স্ক্যানারের মাধ্যমে। বড় লাগেজ নিয়ে শপিং মলে কেউ ঢুকতে পারবেন না। এমনকি লিফটের বোতামেও যেন হাত ছোঁয়াতে না হয় ক্রেতাদের, সেই ব্যবস্থাও করা হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে শৌচালয়ের বেসিনগুলিকেও পাশাপাশি রাখা হচ্ছে না।

 

 পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী

বাংলাদেশ ফেরৎ ২ যাত্রী করোনা পজিটিভ, কোয়ারান্টিনের পর আক্রান্ত হওয়ায় চিন্তায় স্বাস্থ্য দফতর

 কলকাতা মেডিক্যালের ছাদের কার্নিশে বসে করোনা রোগী, সামলাতে গিয়ে নাজেহাল কর্তৃপক্ষ

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট

Share this article
click me!