করোনা যুদ্ধে পরাজিত আরও ১ এসবিআই কর্মী, আতঙ্কে মমতাকে চিঠি ব্য়াঙ্ক কর্মীদের

Published : Jul 16, 2020, 11:36 AM IST
করোনা যুদ্ধে পরাজিত আরও ১ এসবিআই কর্মী, আতঙ্কে মমতাকে চিঠি ব্য়াঙ্ক কর্মীদের

সংক্ষিপ্ত

করোনা যুদ্ধে পরাজিত হলেন আরও এক ব্য়াঙ্ক কর্মী এসবিআই বিটি রোড শাখার ওই কর্মীর নাম সুদীপ্ত দাশ  এদিকে এই ঘটনায় রীতিমত আতঙ্কিত ব্য়াঙ্ক কর্মীরা  এআইবিওসি-র তরফে মুখ্য়মন্ত্রীর কাছে চিঠি পাঠানো হল  

করোনা যুদ্ধে পরাজিত হলেন এসবিআই বিটি রোড শাখার কর্মী সুদীপ্ত দাশ। তাঁর বয়েস হয়েছিল ৫৫ বছর। ১০ জুলাই তাঁকে ভর্তি করা হয় একটি বেসরকারি কোভিড হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হল না। 

আরও পড়ুন, করোনা হানায় বন্ধ বিধানসভা, ফের খুলবে ২৭ জুলাই


জানা গিয়েছে, সুদীপ্ত দাশের এই ঘটনায় রীতিমত আতঙ্কিত ব্য়াঙ্ক কর্মীরা।  এসবিআই বিটি রোড শাখার কাস্টমার সাপোর্ট ও সেলস্-এ সিনিয়র অ্য়াসোসিয়েট হিসাবে কর্মরত ছিলেন বছর ৫৫ -র সুদীপ্ত দাশ। প্রসঙ্গত, এর আগে  কলকাতার গলফ গ্রিনে এসবিআই-র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের মৃত্যু হয়েছে। এরপরই কলকাতা ও রাজ্যের বিভিন্ন কনটেনমেন্ট জোনে ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে মুখ্যসচিবের দ্বারস্থ  ব্যাঙ্ক অফিসার্স সংগঠন। সংগঠনের তরফে চিঠি পাঠানো হল মুখ্যসচিব রাজীব সিনহাকে। আর এবার ব্য়াঙ্ক কর্মীদের করোনা থেকে বাঁচাতে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দ্বারস্থ হল অল ইন্ডিয়া ব্য়াঙ্ক অফিসার্স কনফেডারারেশনের রাজ্য শাখা। মঙ্গলবার এই মর্মে  মুখ্য়মন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন রাজ্য়ে এআইবিওসি-র সভাপতি শুভজ্য়োতি চট্টোপাধ্য়ায় এবং সঞ্জয় দাশ।

আরও পড়ুন, রাজ্যে চালু 'টেলিমেডিসিন' পরিষেবা, গুরুত্বপূর্ণ ফোন নাম্বারগুলি জেনে নিন

অপরদিকে, শহর কলকাতায় একের পর এক ব্যাঙ্ক কর্মীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। যার জেরে বন্ধ রাখতে হয়েছে কয়েকটি শাখার কাজ। ব্য়াঙ্ক কর্তারা চাইছেন, সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ৫০ শতাংশ কর্মী নিয়ে পরিষেবা দিতে। এছাড়া বাড়তি চিন্তা হচ্ছে এটিএম নিয়ে। ব্যাঙ্ক কর্মীদের একাংশের অভিযোগ, এটিএম ঠিকমতো স্যানিটাইজ করা হচ্ছে না। যে দায়িত্ব এই কাজে দায়িত্বপ্রাপ্ত, তারা রোজ জীবাণুমুক্ত করছে না এটিএম কাউন্টারগুলি। তাই  এটিএম স্যানিটাইজ করতে বাড়তি সতর্কতার আবেদনও জানানো হয়েছে।

 

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

 করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

PREV
click me!

Recommended Stories

Kolkata Book Fair: বইমেলায় মুখ্যমন্ত্রীর ৯টি বইপ্রকাশ, ১০ কোটি ব্যয়ে হবে 'বইতীর্থ'
কুয়াশার মাঝেই হাওয়া বদল? সরস্বতী পুজোয় কেমন খেলা দেখাবে শীত? কী বলছে হাওয়া অফিস?