শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ। শুক্রবার লেকটাউনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন পৌরসভার অন্তর্ভুক্ত চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকারা।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ। শুক্রবার লেকটাউনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন পৌরসভার অন্তর্ভুক্ত চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকারা। খবর পেয়েই ঘটনাস্থলে লেকটাউন থানার পুলিশ।
শুক্রবার পৌরসভার অন্তর্ভুক্ত যে সমস্ত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকারা প্ল্যাকার্ড হাতে বুকে ব্যানার ঝুলিয়ে লেকটাউনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে হাজির হন। এরপরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। শিক্ষামন্ত্রীর বাসভবনে ঢোকার চেষ্টাও করেন। বিক্ষোভকারীদের দাবি, রাজ্যে প্রায় সাড়ে তিন হাজার চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ,তাদেরকে অবিলম্বে শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত করতে হবে । এছাড়াও বেশ কিছু দাবি নিয়ে তাঁদের বিক্ষোভ। তাঁ দের দাবি-দাওয়া লেখা একটি চিঠি শিক্ষামন্ত্রীর কাছে জমা দেবেন। বিক্ষোভকারীরা বারংবার বলতে থাকেন, 'আমরা স্যারের সঙ্গে দেখা করে আমাদের ফাইল তাঁর হাতে তুলে দিতে চাই। মন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করে স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিদাওয়া সরাসরি তাঁর কাছে রাখতে চান বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।'
আরও পড়ুন, Kolkata Airport: মুম্বইগামী যাত্রীবাহী বিমানের মধ্যে সাপ, তীব্র চাঞ্চল্য কলকাতা বিমানবন্দরে
অপরদিকে, চাকরি চাই দাবি তুলে রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখান এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের চাকরী প্রার্থীরা। পরে চাকরি প্রার্থীদের বুঝিয়ে সেখান থেকে সরানোর চেষ্টা করে পুলিশ। বিক্ষোভকারীদের দাবি ছিল, ২০১৬ সালে পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে যোগ্য প্রার্থীদের নেওয়া হয়নি। নিয়োগে অস্বচ্ছতার দাবিতে সল্টলেক সেন্ট্রাল পার্কের সামনে ১৮৪ দিন ধরে অবস্থান কর্মসূচি চলছে। তবে কোনও সমাধান মেলেনি। যদিও কারণটা এবার ভিন্ন হলেও, কালিন্দিতে ব্রাত্য বসুর বাড়ির সামনেটাই বেছে নিলেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস