'আমরা খুব একটা আশাও করিনি', অনুমতি না মিললেও নবান্ন অভিযান সফল করতে মরিয়া বিজেপি

Published : Sep 12, 2022, 08:23 PM IST
 'আমরা খুব একটা আশাও করিনি', অনুমতি না মিললেও নবান্ন অভিযান সফল করতে মরিয়া বিজেপি

সংক্ষিপ্ত

মঙ্গলবার 'নবান্ন অভিযান' কর্মসূচি রয়েছে বিজেপির। তার আগে হাওড়া কমিশনারেটের কাছে অনুমোদন চাওয়া হলে তা দেওয়া হয় না। তবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্টই জানিয়ে দেন অনুমতি না পেলেও কর্মসূচি বাতিল করা হবে না। 

অনুমতি মিলল না নবান্ন অভিযান কর্মসূচির। বিজেপির বড় জমায়েতের আগে রাজ্য নেতৃত্বকে অনুমোদন না দেওয়ার কথা স্পষ্ট জানিয়ে দেয় পুলিশ। মঙ্গলবার 'নবান্ন অভিযান' কর্মসূচি রয়েছে বিজেপির। তার আগে হাওড়া কমিশনারেটের কাছে অনুমোদন চাওয়া হলে তা দেওয়া হয় না। তবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্টই জানিয়ে দেন অনুমতি না পেলেও কর্মসূচি বাতিল করা হবে না। 


মঙ্গলবার বিজেপির 'নবান্ন অভিযান' কর্মসূচি। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পর এটাই প্রথম বড় কর্মসূচি। প্রসঙ্গত, আগামী ২০ সেপ্টেম্বর সুকান্ত মজুমদারের রাজ্য সভাপতি হওয়ার এক বছর পূর্ণ হবে। পুজোর আগে বরাবরই বড় কর্মসূচি নেওয়া হয় রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে। অতীতে বামেদের এবং তৃণমূলেরও এই ধরনের কর্মসূচি নেওয়ার উদাহরন কম নেই। উৎসবের আবহে দলের কর্মীদের চাঙ্গা করতেই এই ধরনের কর্মসূচি নেওয়া হয়। তবে এই কর্মসূচির অনুমতি দেয়নি প্রশাসন। 

আরও পড়ুন তিন মাসে শহর থেকে রেকর্ড পরিমাণ টাকা উদ্ধার ইডির, 'সেঞ্চুরি' ছুল টাকার অঙ্ক


এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘‘আমরা খুব একটা আশাও করিনি যে, অনুমতি পাওয়া যাবে। তৃণমূল সরকার আমাদের পথসভা করতেও বাধা দেয়! সেটা জেলা বা ব্লকেও। সেখানে নবান্ন অভিযানে বাধা দেবে এটা আর নতুন কথা কী? তবে যে কারণে আমরা এই কর্মসূচি নিয়েছি, তা গোটা রাজ্যের মানুষের দাবি। আমাদের কর্মীরা পুলিশের বাধা সত্ত্বেও অভিযানের জন্য তৈরি।’’ 

আরও পড়ুন 'ই-নাগেটস' গেমের মাধ্যমে কোটি টাকার প্রতারণা, ইডির তদন্তে ফাঁস হল গার্ডেনরিচের ব্যবসায়ীর টাকার উৎস

আরও পড়ুন - গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়ি থেকে ৫ কোটি টাকা উদ্ধার, খাটের তলা থেকে মিলল নোটের বান্ডিল

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রবিবারও কলকাতা মেট্রোর দুই রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা, পরীক্ষার্থীদের জন্য নয়া ঘোষণা
News Round Up: কলকাতায় পা রাখছেন মেসি থেকে শুরু করে শুভেন্দুর নিশানায় মমতা, সারাদিনের খবর এক ক্লিকে