'BJP গোল করে না, গোল খায়, দিলীপকে পাল্টা আক্রমণ। ' সোমবার ফুটবল খেলে খেলা হবে দিবসকে সমর্থন করলেন দিলীপ ঘোষ', বার্তা ফিরহাদের।
'BJP গোল করে না, গোল খায়, দিলীপকে পাল্টা আক্রমণ ফিরহাদের। উল্লেখ্য, সোমবার খেলা হবে দিবসের সকাল বেলায় ফুটবল পায়ে দেখা যায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানান,' ফুটবল খেলে খেলা হবে দিবসকে সমর্থন করলেন দিলীপ ঘোষ।'
আরও পড়ুন, 'ত্রিপুরায় ওদের আগেই খেলা শুরু', 'খেলা হবে দিবস'-এ চুটিয়ে ফুটবল খেললেন দিলীপ ঘোষ
ফিরহাদ হাকিম জানিয়েছেন,' বিজেপি ভোটের সময় কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী অমিত শাহর মতো বড়-বড় প্লেয়ারদের খেলতে নিয়ে এসেছিল। কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গোল খেয়ে ফিরে গিয়েছে অর্থাৎ বিজেপি গোল করে না গোল খায়।' এমনই ব্যঙ্গাত্মক কথা এদিন শোনা গেল ফিরহাদ হাকিম এর গলায়। সেই সঙ্গে তিনি বলেছেন খেলা হবে দিবস আগে থেকেই ঘোষণা হয়েছিল। সেইমতো এইদিন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় খেলা দিবস পালিত হচ্ছে। পাশাপাশি ত্রিপুরাতেও এদিন খেলা দিবস পালিত হচ্ছে। বাংলার মতো ত্রিপুরাতে তৃণমূল সরকার জিতবে বলে দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন ফিরহাদ হাকিম।
আরও পড়ুন, Khela Hobe Divas-'ত্রিপুরায় তৃণমূলই জিতছে', শহরে 'খেলা হবে দিবস'-র সূচনায় দেবাশীষ কুমার
ফিরহাদ আরও জানিয়েছেন,' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য অনেক কাজই করছেন। যেমন দুয়ারে রেশন ,লক্ষী ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ বিভিন্ন পলিসি নিয়ে এসেছেন। যার মাধ্যমে সাধারণ মানুষের অনেক সুবিধা হচ্ছে। লক্ষীর ভান্ডার সাধারণ মানুষ কিছু টাকা পাচ্ছেন। ফ্রিতে রেশন পাচ্ছেন। সাধারণ মানুষ যারা কাজ হারিয়েছিলেন তারা রাজ্যে ফিরে এসে পুনরায় কাজ পাচ্ছেন এবং ফ্রিতে রেশন পাচ্ছেন। অন্যদিকে স্টুডেন্টরা পড়াশোনা করার জন্য ফ্রিতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছেন। তাদের গ্যারান্টার হিসেবে থাকছে রাজ্য সরকার। আছে স্বাস্থ্য সাথী কার্ড যার মাধ্যমে সরকারি এবং বেসরকারি হাসপাতালে সমস্ত রকম সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। অর্থাৎ বিভিন্ন রকম সুযোগ-সুবিধা তুলে ধরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।'
আরও পড়ুন, Narada Case-ফের পিছিয়ে গেল নারদ মামলার শুনানি, কী কারণে আরও সময় চাইছে CBI
ত্রিপুরা প্রসঙ্গে ফিরহাদ জানিয়েছেন, 'রবিবার ত্রিপুরায় দোলা সেন এবং তার আত্মসহায়ক বিজেপি কর্মী সমর্থকদের হাতে মার খেয়েছেন। রবিাবর রাতেই এসএসকেএম হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। দেখে এসে তিনি জানিয়েছেন, ওদের ওপর ইট বৃষ্টি করা হয়েছে। যা একেবারেই অনুচিত। গণতান্ত্রিক উপায়ে সবার কথা বলার অধিকার আছে। সবাই সবার মত করে কথা বলবে। কিন্তু এইরকম ভাবে আঘাত হানা একেবারেই অনুচিত বলে তিনি জানিয়েছেন। সকালে ফুটবল খেলা শেষে দিলাপ ঘোষ বলেছিলেন যে, 'খেলা তো সব জায়গায় শুরু হয়ে গেছে। ত্রিপুরাতেও খেলা শুরু হয়ে গেছে ওরা শুরু করার আগে। খুব কান্নাকাটি করছে। বাচ্চা-বাচ্চা ছেলেদের নিয়ে গেছে । তাঁদের কেন নিয়ে যায়। কান্না কাটি কেউ বলছে, সুইসাইড করব। রাস্তায় শুয়ে থাকব। দুটো ঢিল মেরেছে। তাতেই বিপ্লব শেষ।' এবার তার পাল্টা জবাবে ফিরহাদ হাকিম জানিয়েছেন,' তৃণমূল নিশ্চিতভাবে ত্রিপুরা জয় করেই ফিরবে।'
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস