করোনা আক্রান্ত রাজ্য়ের তৃণমূল বিধায়ক, কালীঘাটের ফ্ল্য়াট সিল করে বসল পুলিশি প্রহরা

  •  এবার করোনা আক্রান্ত রাজ্যের বিধায়ক  
  •  গভীর রাতে স্বাস্থ্য দফতরের লোক এসে তাঁকে নিয়ে যান  
  • করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে 
  • কালীঘাট সংলগ্ন ওই বিধায়কের ফ্ল্যাট ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে  
     

Asianet News Bangla | Published : May 27, 2020 8:59 AM IST / Updated: May 27 2020, 02:42 PM IST


  করোনা আক্রান্ত এবার রাজ্যের এক বিধায়ক। তিনি দক্ষিন কলকাতার বাসিন্দা।  হরিশ চন্দ্র চ্যাটার্জি স্ট্রিটের অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই থাকেন। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। রিপোট পজিটিভ আসতেই তাঁকে পাঠানো হয় অন্য় হাসপাতালে।

আরও পড়ুন, যাত্রীদের যেতে হবে না দূরে, কলকাতা বিমানবন্দরের পুরনো টার্মিনালই এখন কোয়রান্টিন কেন্দ্র

সূত্রের খবর, গত সপ্তাহে গভীর রাতে স্বাস্থ্য দফতরের কর্মীরা এসে তাঁকে নিয়ে যান। এর পরে তাঁর লালারস পাঠানো হয় ল্য়াবে। করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতাল সূত্রের খবর, ওই বিধায়ক এই মুহূর্তে স্থিতিশীল। প্রথমে ওই বিধায়ক ভর্তি ছিলেন উডল্যান্ডস্ হাসপাতালে। কিন্তু  করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার সঙ্গে সঙ্গেই দ্রুত তাঁকে স্থানান্তরিত করা হয় অ্যাপোলো হাসপাতালে। 


আরও পড়ুন, বুধবার থেকে সরকারি বাস চালু ৪০টি রুটে, শহরের পথে নামল অটোও

অপরদিকে এই ঘটনায় ওই এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, গভীর রাতে স্বাস্থ্য দফতরের লোক এসে তাঁকে নিয়ে যান। হাসপাতাল সূত্রের খবর, ওই বিধায়ক এখন স্থিতিশীল। সূত্রের খবর, কালীঘাট সংলগ্ন এলাকায় ওই বিধায়কের ফ্ল্যাট ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। এরই সঙ্গে বসানো হয়েছে পুলিশি প্রহরা। 

 

 

 রাজ্য়ে ৪০০০ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা, ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৯৩

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট

কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের

Share this article
click me!