'উপনির্বাচনের পরিস্থিতি নেই রাজ্যে', কেন্দ্রকে চিঠি দিল রাজ্য BJP, উলটপূরাণ TMC-র

Published : Aug 26, 2021, 09:21 AM ISTUpdated : Aug 26, 2021, 09:56 AM IST
'উপনির্বাচনের পরিস্থিতি নেই রাজ্যে', কেন্দ্রকে চিঠি দিল রাজ্য BJP, উলটপূরাণ TMC-র

সংক্ষিপ্ত

উপ নির্বাচন নিয়ে তৃণমূলের ঠিক ৩৬০ ডিগ্রি বিপরীতেই হাঁটল গেরুয়া শিবির। 'উপনির্বাচনের পরিস্থিতি নেই রাজ্যে' বলে উল্লেখ করে কেন্দ্রীয় নের্তৃত্বকে চিঠি দিল রাজ্য বিজেপি। 

উপ নির্বাচন নিয়ে তৃণমূলের ঠিক ৩৬০ ডিগ্রি বিপরীতেই হাঁটল গেরুয়া শিবির। 'উপনির্বাচনের পরিস্থিতি নেই রাজ্যে' বলে উল্লেখ করে কেন্দ্রীয় নের্তৃত্বকে চিঠি দিল রাজ্য বিজেপি। তবে কী কারণে উপনির্বাচনের পরিস্থিতি নেই তা ৮ দফায় ব্যাখ্যাও করা হয়েছে। 

আরও পড়ুন, 'এরা শিক্ষিকা নন, BJP-র ক্যাডার,গোটাটাই চক্রান্ত', বিস্ফোরক কুণাল-ব্রাত্য

সূত্রের খবর, বিজেপির ওই চিঠিতে বলা হয়েছে, 'রাজ্যে কোভিড পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। লোকাল ট্রেন বন্ধ রয়েছে। কম সংখ্যক যাত্রী নিয়ে বাস চলাচল করছে। সেপ্টেম্বর-অক্টোবরে তৃতীয় ঢেউ আসার কথা রয়েছে। এদিকে উৎসবের মাস অক্টোবার, রয়েছে দুর্গাপুজো। পশ্চিমবঙ্গ সরকারের বিধিনিষেধের কথা তুলে ধরেছে বিজেপি। তাঁদের দাবি, কোভিড বিধি নিষেধের দোহাই দিয়ে দলের কর্মীদের কর্মসূচিতে বাধা দিচ্ছে পুলিশ। জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনে গ্রেফতার করা হয়েছিল দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, দেবশ্রী চৌধুরী সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের। কোভিডের কারণে রাজ্য সরকার ১২২ পুরসভার নির্বাচন আটকে রেখেছে।' অপরদিকে দ্রুত উপনির্বাচনের দাবিতে ইতিমধ্যেই দিল্লিতে গিয়েছে তৃণমূল। তৃণমূলের দাবি,  রাজ্যের কোভিড পরিস্থিতি আগের অনেকটাই স্বাভাবিক। তাই দ্রুত উপনির্বাচনের  কথা নির্বাচন কমিশনকে জানিয়েছে তাঁরা। 

আরও পড়ুন, আজ প্রবল বর্ষণের সতর্কতা দুই বঙ্গে, শুক্রবার অবধি অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর-পূর্ব ভারতে
প্রসঙ্গত, ২৯৪ আসনের মধ্যে ২৯২ টি আসনের ফল প্রকাশ পেয়েছিল বিধানসভা ভোটে। নির্বাচনের আগেই কোভিডে দুই প্রার্থীর মৃত্য হয়। যার জেরে সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর আসনে কোনও ভোট হয়নি। ভোটের ফলপ্রকাশের আগেই মৃত্যু হয় খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সরকারের। ফলপ্রকাশের পর বিজেপি বিধায়ক পদ ছাড়েন নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। পাশাপাশি, মুখ্য়মন্ত্রীর জন্য ভবানীপুর আসনটি ছেড়ে দেন শোভনদেব চট্টোপাধ্যায়। সবমিলিয়ে ৭ টি বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। এর মধ্যে হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর। এই ৭ কেন্দ্রেই দ্রুত উপনির্বাচন চাইছে তৃণমূল কংগ্রেস। পাল্টা চিঠি দিয়ে কমিশনকে চিন্তাভাবনা শুরু করার কথা ভাবতে বলেছে।  কিন্তু বিজেপির দাবি, রাজ্য সরকারের পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা রয়েছে। ৭ বিধানসভা আসনে উপনির্বাচন না হলেও কোনও সাংবিধানিক সঙ্কট তৈরি হবে না। সুতরাং উপনির্বাচন এই মুহূর্তে অপরিহার্য নয়।

 আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?