বৃহস্পতিবার থেকেই নিম্নচাপের বৃষ্টির পরিমাণ কমবে, পারদ চড়লেও এগিয়ে আসছে বর্ষাকাল

  • কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস 
  • পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে 
  • তবে বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ কমবে রাজ্যে 
  •  ১৬ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করবে  

বৃহস্পতিবার শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। জলীয়বাস্প জনিত আদ্রতার জন্য় ফের গরম লাগবে আজও।বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ কমবে রাজ্যে। ১৬ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করবে৷  

 কোভিড হাসপাতালে স্বাভাবিক মৃত্য়ুতেও পরিবার চাইলে সৎকার করবে কলকাতা পৌরসভা, জানালেন ফিরহাদ

Latest Videos


 হাওয়া অফিস জানিয়েছে,  বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।  শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৩৫ শতাংশ। বৃহস্পতিবার এই মুহূর্তে শহর কলকাতার তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন, করোনা আক্রান্ত বালিগঞ্জের কাছে ফের এসবিআই শাখার এক আধিকারিক, দ্রুত সিল করা হল ব্যাঙ্ক
 
 আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বিহার থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি  অক্ষরেখা।  অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে ।  এর জেরে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিমবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। ঘন্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে।  বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির ও সম্ভাবনা। উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। রাজ্যের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস হলেও বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ কমবে রাজ্যে।

 

আরও পড়ুন, রমজানে উস্কানি দিচ্ছে অনেকেই, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

অপরদিকে,   পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে  ঘূর্ণিঝড়ের আশঙ্কা। কারণ আবহাওয়াবিদদের মতে শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। মে মাসের ১৯ থেকে ২০ তারিখ নাগাদ স্থলভাগে ঝাঁপিয়ে পড়বে৷ যার জেরে প্রভাব পড়তে পারে বাংলায়। পাশাপাশি মৌসম ভবন জানিয়েছে, আগামী ১৬ মে শনিবার আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করবে৷ 


      

 

 

করোনা আক্রান্ত প্রাণ হারালেন এবার রাজ্যের এক আইনজীবী, এদিকে আইসোলেশনে তাঁর স্ত্রী

কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের

 বেহালা হাসপাতালের প্রসুতির শরীরে মিলল এবার করোনার জীবাণু, কেপিসি-র ৩ রোগীর রিপোর্টও পজিটিভ

রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র