মঙ্গলবার শহর জুড়ে এখনও শুধুই আকাশে বাতাসে কান পাতছে শহরবাসী। কখন ঝড়, বৃষ্টি আসবে। জামা কাপড় ভেজে, ভিজুক। তবুও বৃষ্টি আসা চাই। এমন সময়ই সুখবর দিল হাওয়া অফিস।
মঙ্গলবার শহর জুড়ে এখনও শুধুই আকাশে বাতাসে কান পাতছে শহরবাসী। কখন ঝড়, বৃষ্টি আসবে। জামা কাপড় ভেজে, ভিজুক। তবুও বৃষ্টি আসা চাই। উল্লেখ্য, উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হয়েছে কালবৈশাখী। সঙ্গে শিলাবৃষ্টিরও আশঙ্কা জানিয়েছেন আবহবিদরা। শহর এবং শহরতলিতে গুমোট গরম কমেনি। হাওয়া অফিস জানিয়েছে, লু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। একেই গরম বেড়েই চলেছে। তাপামাত্রার সঙ্গে আদ্রতা ব্যাটিং করছে। তার উপর দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম। যদিও এবার হাঁসফাঁস অস্বস্তির মাঝে মিলেছে রাজ্যের কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মিলেছে বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকেই বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় ও লাগোয়া জেলাগুলিতে।২১ এপ্রিল থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। ২২ এপ্রিল থেকে ভাল করেই নামবে বৃষ্টি। এই পূর্বাভাসের হাত ধরেই মরশুমের কালবৈশাখি অনুভব করতে পারে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। তবে রবিবারের মধ্য়ে বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতায়। তাই সপ্তাহান্তে একটু আরাম পাওয়া যাবে ভাবতেই পারে কলকাতাবাসী।হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন, 'কোন টিচারের কলার ধরতে হবে বলুন ?', যাদবপুরের তৃণমূল ছাত্রনেতার অডিও ক্লিপ ভাইরাল
আগামী চব্বিশ ঘন্টায় বাড়বে আরও গরম। বাড়বে আদ্রতা জনিত অস্বস্তি। তবে বিকেলের দিকে কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। আলিপুর আহাওয়া দফতর জানিয়েছে, শনিবার এবং রবিবার সপ্তাহান্তে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে শনিবার এবং রবিবার বৃষ্টির তীব্র সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তবে কলকাতায় কবে আসছে কালবৈশাখী ,এবিষয়ে কিছু পরিষ্কার করে বলেনি হাওয়া অফিস। ইতিমধ্য়েই দক্ষিণবঙ্গে পশ্চিমের বেশকিছু জেলায় এবং দেশের একাংশে তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।
আরও পড়ুন, স্বামী শ্রীঘরে, বাড়ি ভাড়া নিয়ে পরপুরুষের সঙ্গে লিভ ইনে নৃত্যশিল্পী, দিতে হল বড় মাশুল
প্রসঙ্গত, রবিবার দুপুর থেকে রাজ্যে হানা দেয় কালবৈশাখী। উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হয়েছে কালবৈশাখী। সঙ্গে শিলাবৃষ্টিরও আশঙ্কা জানিয়েছেন আবহবিদরা। যদিও শহর এবং শহরতলিতে গুমোট গরম কমেনি। মূলত রবিবার ঝাড়খন্ড এবং বিহার লাগোয়া বাংলার কিছু জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়। প্রথমে বীরভূম দিয়ে শুরু হয়। পশ্চিম বর্ধমানেও ব্যপক তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে রাণিগঞ্জ -অন্ডালে। শুধু ঝড়-বৃষ্টির সাক্ষাত পায়নি কলকাতা। রবিবার বৃষ্টি হয়েছে বাঁকুড়ার এক অংশে। মালদহ জেলার বিস্তীর্ণ অংশে। রবিবার রাত থেকেই আরও বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভবনা রয়েছে। মুর্শিদাবাদ, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও ৫ জেলায় বৃষ্টি জারি থাকবে।
আরও পড়ুন, 'আমাকে বলেছিল, ধর ওকে রেপ করব', হাঁসখালিকাণ্ডে সিবিআই-র কাছে এল ভয়াবহ তথ্য