নতুন রূপে আবার বাজারে ফিরছে বাজাজ চেতক

  • ২০০৬ সালেই বাজাজ চেতকের উৎপাদান বন্ধ হয়ে গিয়েছিল
  • বর্তমানে ঝাঁ চকচকে স্কুটি ও বাইকের বাজারে হারিয়ে গিয়েছিল ৮০-৯০ দশকের নস্টালজি
  • সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া সেই সময়কার সবচেয়ে জনপ্রিয় বাজাজ চেতক আবার ফিরছে নতুন রূপে
  • প্রায় ১৩ বছর নতুন ভাবে বাজাজ সংস্থা ফিরিয়ে আনছে চেতক-কে

বর্তমানে ঝাঁ চকচকে স্কুটি ও বাইকের বাজারে হারিয়ে গিয়েছিল ৮০-৯০ দশকের নস্টালজিয়া। সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া সেই সময়কার সবচেয়ে জনপ্রিয় বাজাজ চেতক আবার ফিরছে নতুন রূপে। প্রায় ১৩ বছর নতুন ভাবে বাজাজ সংস্থা ফিরিয়ে আনছে চেতক-কে। বিবর্তনের সঙ্গে সঙ্গে রেট্রো স্টাইলের দিকেই ঝোঁক বাড়ছে মানুষের। ২০০৬ সালেই বাজাজ চেতকের উৎপাদান বন্ধ হয়ে গিয়েছিল। সেই কথা মাথায় রেখেই সংস্থা আবার বাজারে ফিরিয়ে আনছে চেতক-কে। 

আরও পড়ুন- এই মন্দিরগুলিতে যেতে গা ছমছম করতে পারে, কী হয় ওখানে জানেন

Latest Videos

এক নজরে দেখে নেওয়া যাক বাজাজ চেতক-এর নতুন ফিচারগুলি-

লুকের দিক থেকে বিশেষ কোনও পরিবর্তন আনা হয়নি আগের মতোই রাখা হয়েছে চেতক-এর লুক।
নতুন বাজাজের এই মডেল-এ থাকবে অটোমেটিক গিয়ার।

আরও পড়ুন- ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন? রইল ঘরোয়া টিপস
তবে নতুন চেতক-এর এই মডেল ব্যাটারি চালিত, ফলে আগের মতো কোনও শব্দ থাকবে না।
১৬ অক্টোবর বাজারে আসতে চলেছে বাজাজ চেতক। এটিই প্রথম বাজাজের ইলেক্ট্রিক স্কুটার।
তবে ডিটেইল ফিচার সম্পর্কে এখনও অবধি কিছু জানায়নি সংস্থা।
তবে সূত্রের খবর অনুযায়ী নতুন রূপের চেতকের দাম হতে পারে মোটামুটি এখ লক্ষ টাকার মত।

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও