বাড়িতে আসা অতিথিদের পাতে থাক আপনার বানানো ছানার পায়েস

Published : Oct 16, 2019, 01:25 PM IST
বাড়িতে আসা অতিথিদের পাতে থাক আপনার বানানো ছানার পায়েস

সংক্ষিপ্ত

বাঙালির বারো মাসে তের পার্বণ তবে বিশেষ করে এই মাস উৎসবে ভরপুর উৎসব আয়োজনে বাঙালির খাদ্য তালিকায় পায়েসের জুরি মেলা ভার অনুষ্ঠান হোক বা উৎসব সবেতেই পায়েস বাঙালিয়ানার ঐতিহ্য বহন করে চলেছে

বাঙালির বারো মাসে তের পার্বণ। তবে বিশেষ করে এই মাস উৎসবে ভরপুর। তাই এই সময়ে বাড়িতে অতিথিদের আনাগনা লেগেই থাকে। তাছাড়া উৎসব আয়োজনে বাঙালির খাদ্য তালিকায় পায়েসের জুরি মেলা ভার। যে কোনও অনুষ্ঠান হোক বা উৎসব সবেতেই পায়েস বাঙালিয়ানার ঐতিহ্য বহন করে চলেছে। তাই এই অনেকেই পায়েসের নিত্য নতুন উপকরণ দিয়ে বানিয়ে অন্য মাত্রা যোগ করেছে। সেই রকমই আজ আমরা দেখে নেব ছানার পায়েসের রেসিপি। খুব সহজেই এই পদ খাবার পাতে জুড়ে দেয় এক অন্য মাত্রা। দেখে নেওয়া যাক এর সহজ রেসিপি।

ছানার পায়েস বানাতে লাগবে

আরও পড়ুন- ব্যস্ততম দিনে বানিয়ে নিন চটজলদি মুখরোচক টিফিন, ব্রেড কাটলেট

১০০ গ্রাম ছানা
৫০ গ্রাম ক্ষীর
স্বাদ মতন চিনি
৫০ গ্রাম কনডেন্সড মিল্ক
এক চিমটে জাফরান
৫-৬ টা পেস্তা
৫০ গ্রাম কাজু বাদাম
৫০০ গ্রাম দুধ
হাফ চা চামচ গোলাপ জল

আরও পড়ুন- বিজয়া দশমীর মিষ্টি মুখ হোক আপনার হাতে বানানো দই দিয়ে

যেভাবে বানাবেন ছানার পায়েস

প্রথমেই দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন
আলাদা করে ক্ষীর ও ছানা একসঙ্গে মিশিয়ে আলাদা করে রেখে দিন।
এরপর জ্বাল দেওয়া দুধের মধ্যে একে একে গোলাপ জল, চিনি, কনডেন্সড মিল্ক মিশিয়ে ফুটিয়ে নিন।
পুরো মিশ্রণটি ফুটে ঘন হয়ে গেলে এর মধ্যে ক্ষীর ও ছানার মিশ্রণটি দিয়ে দিন।
আঁচ কমিয়ে ঘন ঘন নাড়তে থাকুন যাতে লেগে না যায়।
খুব ভালো করে মিশে পায়ের তৈরি হয়ে গেলে প্রথমে কিছুটা ঘরের তাপমাত্রায় ঠাণ্ডা হতে দিন।
এরপর উপর থেকে পেস্তা, কাজু ও জাফরান ছড়িয়ে দিন
ছোট পাত্র সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন ছানার পায়েস
তবে এই পদ ঠাণ্ডা অবস্থাতেই খেতে বেশি ভাল, তাই প্রয়োজনে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

PREV
click me!

Recommended Stories

সব বল পেনে ঢাকনাতেই ফুটো থাকে কেনো? এক ক্লিকে জানুন এর আসল কারণগুলি
আপনার পোষ্যের ঘুমের অঙ্গীভঙ্গি দেখলে আপনি বুঝতে পারবেন তার মনোভাব