কাগজ-পত্রে ২০২০ সালটি লিখছেন, জালিয়াতি রুখতে সাবধানতা অবলম্বণ করুন

  • বছরটি নিয়ে সতর্ক থাকুন
  • সমস্যার মুখে পড়তে হতে পারে একটু ভূলে
  • কাগজ পত্রে লিখুন পুরো সাল
  • জালিয়াতি রুখতে সাবধান হওয়া প্রয়োজন

কাজের চাপে হোক বা স্বভাব বশত, যে কোনও ক্ষেত্রেই যখন সাল লিখতে হয়, অনেকেই বছরের জায়গাটিতে শেষ দুটি সংখ্যা লিখে থাকেন। যেমন ২০১৯ এর বদলে শুধু ১৯। ২০১৮ এর বদলে ১৮। কিন্তু চলতি বছরে এমনটি করলে ঘটতে পারে বিপত্তি। কারণ এই বছর বিশে বিশ। দুই বিশে মিলে মিশে একাকার হওয়ার সম্ভাবনাই বেশি। 

বিষয়টা একটু খুলে বলা যাক। যদি কেউ লিখে ফেলেন বছরের শেষ দুই সংখ্যা ২০, তাহলেই সমস্যার সন্মুখীন হতে হবে অনেককেই। এই ২০-এর পেছনে কেউ বসিয়ে দিতেই পারেন ১০ থেকে ১৯ পর্যন্ত যে কোনও একটি সাল। যার ফলে জালিয়াতি হওয়ার সম্ভাবনাও বেশি। সেই ক্ষেত্রে বেশ কিছু সাবধানতা অবলম্বণ করা একান্ত প্রয়োজন। 

Latest Videos

আরও পড়ুনঃ রাজকোষে টান, ঘাটতি মেটাতে টেলিকম সংস্থার বকেয়ায় নজর মোদী সরকারের

জন্মের সাল থেকে শুরু করে ব্যাঙ্ক, আইনের কাগজপত্র, ডাক্তারের কাজগ, যেকোনও জরুরী তথ্যে এই বছর তাই সালের জায়গাটিতে চারটি ঘরই পূরণ করুন। কোথাও কোনও ফাঁক থাকলেই বড় সড় সমস্যার সন্মুখীন হতে পারেন বহু মানুষ। লোনের ক্ষেত্রেও একইভাবে সতর্কতা অবলম্বণ করুন। যেন কোথাও কোনও খামতি না থাকে। একটা সুযোগ ছাড়া মানেই যে সেটা জালিয়াতির শিকার এমনটাও নয়, তা বিভ্রান্তিরও সৃষ্টি করতে সক্ষম। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর